E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ

২০১৬ সেপ্টেম্বর ০৩ ১২:৪৪:৫৪
১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ

হাকীকুল ইসলাম খোকন :অনাবার্য কারনে জাতিসংঘের সামনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশের তারিখ ১১ সেপ্টেম্বরের পরিবর্তে ১৭ সেপ্টেম্বর ধার্য করা হয়েছ।

জঙ্গী দমনে বিশ্বের রোল মডেল জননেএী শেখ হাসিনা নিউইয়র্কে শুভ আগমন উপলক্ষে স্বাগত অভ্যর্থনা জ্ঞাপন, সন্ত্রাসী ও জঙ্গীদের হিংসাত্মক ও বর্বরচিত হামলায় নিহতদের স্মরণ, সন্ত্রাসবাদ নির্মূলে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের মতৈক্যের ভিওিতে বিশ্বব্যাপী সমম্বিত কর্মপন্থা প্রনয়ণের দাবী, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে গণসচেনতা ও জনমত গড়ে তোলা, নিউইয়কের ওজনপাকে দুই বাংলদেশীর নির্মম হত্যা এবং জামাইকাতে দূর্বিত্তের ছুরিকাঘাতে বাংলাদেশী এক মহিলার মৃত্যুর প্রতিবাদ ও হত্যাকারীর বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে আগামী ১৭ সেপ্টেম্বর ২০১৬, শনিবার বিকাল ঠিক ৩টায় ALLIANCE OF BANGLADESHI AMERICANS এর উদ্যোগে জাতিসংঘের সামনের Dag Hammarskjold Park (1st Avenue between. 46th & 47th Street) ম্যানহাটন, নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশের প্রাক প্রস্তুতির জন্য আগামী ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ঠিক ৮- টায় জ্যাকসন হাইষ্টস এর খাবারবাড়ীর(লোয়্যার ল্যেভেল) চাইনীজ রেস্টুরেষ্ট এ এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আহবান করা হয়েছে। সকল প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্পাদক/পরিচালক বা প্রতিনিধি ও সকল সামাজিক, সাংস্কৃতিক, মহিলা সংগঠন, ব্যবসায়িক সংগঠন, জিলা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক বা প্রতিনিধি এবং মুক্তিযোদ্ধা সংগঠন, রাজনৈতিক দল ও তাদের অঙ্গ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বা প্রতিনিধিদের সাদর আমন্ত্রণ জানােনা হয়েছে ।



(ওএস/এস/সেপ্টেম্বর০৩,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test