E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতির বর্ণাঢ্য বনভোজন

২০১৬ সেপ্টেম্বর ০৫ ০৯:২৮:৩৩
নিউইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতির বর্ণাঢ্য বনভোজন

আম্বিয়া অন্তরা, নিউইয়র্ক থেকে : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে গত ২৮ আগষ্ট হয়ে গেল কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ'র বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী। ওয়েষ্ট চেষ্টার ক্রোটন পয়েন্ট পার্কের ১ নম্বর প্যাভিলিয়নে ওই বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় জ্যাকসন হাইটস, জামাইকা ও ব্রঙ্কস থেকে ৩টা হাইব্রীড বিলাসবহুল বাস ও শতাধিক প্রাইভেট গাড়ী সহ প্রায় ৪০০ অংশগ্রহণকারী ক্রোটন পয়েন্ট পার্কের উদ্দেশ্যে রওনা হয়।

সকাল ১১.৩০টায় বেলুন উড়িয়ে বনভোজন উদ্বোধন করেন সমিতির সভাপতি আবু মুসা। এইসময় উপস্থিত ছিলেন বনভোজন কমিটির আহবায়ক জামিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আম্বিয়া অন্তরা, উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ, প্রধান সম্মনয়কারী রাশেদুল আলম, সদস্য সচিব মোঃ আবুতালেব, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ও বনভোজন কমিটির সার্বিক তত্ত্বাবধায়ক মোঃ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক পাভেল সাদেকসহ সমিতির সদস্য ও অথিতিবৃন্দ।

এরপর তরমুজ বিতরণের পর পরই শুরু হয় খেলাধুলা পর্ব। খেলাধুলা পর্ব পরিচালনা করেন আবু তালেব। খেলাধুলা পর্বে ছিল ছেলেদের ৪টি বয়স ভিত্তিক শ্রেণী ও মেয়েদের ৪টি বয়স ভিত্তিক শ্রেণীতে মোট ৮টি ইভেন্টে দৌড় প্রতিযোগিতা। এছাড়াও ১৮ বৎসরের ঊর্ধে বয়ষ্ক পুরুষদের দৌড় এবং মহিলাদের আকর্ষণীয় বালিশ খেলা (মিউজিক্যাল পিলো)। ক্রীড়া ইভেন্টগুলোতে আবু তালেবকে সহযোগিতা করেন মোঃ আসাদুজ্জামান ও পাভেল সাদিক।

সারাদিনব্যাপী অনুষ্ঠানের খাবার দাবারের প্রাচুর্য লক্ষনীয় ছিল। ছোট ছেলে মেয়েদের জন্য চিপস, জুস, ঠান্ডা কোমল পানীয় এবং তরমুজ পরিবেশন চলে দুপুর পর্যন্ত।

কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন ও মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন এটর্নি মঈন চৌধুরী। তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, কুষ্টিয়া জেলা সমিতির সুনাম বরাবরই আছে। এই গতিধারাকে অব্যহত রাখার জন্য সবসময় নিজেকে পাশে থাকবেন বলে জানান।

অতিথি হিসাবে যারা যোগদান করেন তাদের মধ্যে ঝিনাইদহ জেলা সমিতির সাবেক সভাপতি হাসানাত হাসান, সাবেক সহ সভাপতি আনিসুর রহমান, সাবেক নিশান ও সোহেল। পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ মুসা, সেক্রেটারি মোঃ গিয়াস উদ্দীন প্রমুখ।

পুরস্কার বিতরণী ও বক্তব্য পর্বের পরই শুরু হয় আকর্ষনীয় র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার ছিল স্বর্ণের গহনা সেট-সৌজন্যে এটর্নি মঈন চৌধুরী। অন্যান্য পুরস্কারের মধ্যে আই ফোন স্পনসর করেন আনিসুর রহমান ও নিশান, এলইডি টিভি-সৌজন্যে ওয়াশি চোধুরী, এছাড়া কিয়াম মেটাল, আয়েশা সাদেক ও মহিমাতুজ্জহুরা মিতা, পান্না নাহার, বনি ফেরদৌস। বনভোজন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল প্রাইম২৪টেলিভিশন।

সভাপতি সংগঠনের সকল সদস্য ও সদস্যা পরিবার, অতিথিবৃন্দ, পৃষ্ঠপোষক ও স্পন্সরকারীদের ধন্যবাদ দিয়ে এই সফল ও সুন্দর মিলন মেলার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের সার্বিক ভিডিও চিত্র ও স্থির চিত্র ধারন করেন আম্বিয়া অন্তরা।

(অ/সেপ্টেম্বর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test