E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

২০১৬ সেপ্টেম্বর ০৭ ১৬:০৪:১৩
বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন : বাংলাদেশ ল’ সোসাইটির বনভোজন গত ৪ সেপ্টেম্বর রবিবার এক মনোজ্ঞ পরিবেশে হয়ে গেল বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক বনভোজন ২০১৬, বিপুল সংখ্যক প্রবাসি আইনজীবিদের স্বপরিবারে উপস্থিতিতে বিভিন্ন কর্মকান্ডের মধ্যে খেলাধুলা র‌্যাফেল ড্র এবং মধ্যাহ্ন ভোজ সম্পন্ন হয়।

বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মুনির (বরিশাল-২), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটর্নি মঈন চৌধুরী এবং আরো অনেকে অনুষ্টানে উপস্থিত ছিলেন। র‌্যাফেল ড্র-তে প্রথম পুরুস্কারটি (৫০” এল.ই.ডি টিভি ) উপহার দিয়েছেন এটর্নি মঈন চৌধুরী এবং প্রথম পুরুস্কারটি পেয়েছেন রুবিনা মান্নান। বনভোজনের বাস যাত্রা শুরু সকাল ১০টায় হয়, অতি আনন্দে ও উৎসাহে বাসের বিতরে সকালের নাস্তা করা হয়এবং কবিতা, গান ও কৌতুক দিয়ে বিকালে বনভোজনের যাত্রা শেষ করা হয়। খবর বাপসনিঊজ।

সংগঠনের বর্তমান পরিস্থিতির উপর আলোচনা করার জন্যে কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের নিয়ে তাতক্ষনি এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন বর্তমান সভাপতি এডঃ মোর্শেদা জামান এবং সভাটি পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোহম্মদ বখতিয়ার আলী। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে ৪ সদস্য বিশিষ্ট একটি শালিশি কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন সাবেক সভাপতি এডঃ মোহাম্মদ আলী বাবু, এটর্নি অশোক কর্মকার, এটর্নি মঈন চৌধুরী এবং এডঃ ইফতেখার আহম্মেদ চৌধুরী। এই কমিটির সদস্য সাবেক সাধারন সম্পাদক এডঃ নিলুফার ইয়াসমিন কতৃক গত ২৫ এপ্রিল, বাংলাদেশ ল’ সোসাইটির একাউন্ট থেকে ৯৯১২ ডলার উত্তোন করেন। উক্ত ডলার উদ্ধারের জন্য ৪ সদস্য বিশিষ্ট কমিটিটি কাজ করবেন।

সভায় অন্যান্যদরে মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, তারা হলেন প্রধান নির্বচন কমিশনার এডঃ মুজিবুর রহমান, এডঃ জাকির হোসেন মিঞা (নির্বচন কমিশনের সদস্য), সাবেক সভাপতি মোহাম্মদ আলী বাবুল, সাধারন সম্পাদক আব্দুল ওয়াহিদ, মিল্লাদ উদ্দিন, এমডি আইয়ুব খান, রুবিনা মান্নান, এমডি সাহেদুল কবির, মোঃ এমাদ উদ্দিন, এমডি একমাম খান, নুরুল ইসলাম মঈনুল, শাহ ফরিদ, জায়িদুর আর জুয়েল জাহিদ, ইফতেখার চৌধুরী, নিজাম উদ্দিন, জসিম উদ্দিন, লুৎফর রহমান হিমেল, আব্দুর রশিদ, নাসরিন আক্তার প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test