E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুইডেন আওয়ামী লীগে প্রেরিত মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা ও আশার আলো

২০১৭ এপ্রিল ০২ ২৩:১৪:৩৪
সুইডেন আওয়ামী লীগে প্রেরিত মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা ও আশার আলো

আর্ন্তজাতিক ডেস্ক : প্রবাসে তথা ইউরোপের দলীয় রাজনীতির নামে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমর্থকদের মাঝে যে বিভাজন কোন্দল তা নিরসনের জন্যে সুইডেন আওয়ামী লীগের সমর্থকদের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রেরিত বাণী একটি নতুন দিগন্তের সূচনা করেছে।

মানুষ সুন্দরের পূজারী যাহা সত্য তাহাই সুন্দর আর এই সুন্দর কে প্রতিষ্ঠিত করতে সুইডেনের বঙ্গবন্ধু প্রেমিকদের সুসংগঠিত করতে মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর প্রেরিত বানীর জন্যে সুইডেন প্রবাসী বঙ্গবন্ধু প্রেমিকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশের সূত্র ধরেই হে প্রধানমন্ত্রী রবিঠাকুরের গানের সাথে বলতে চাই-
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ', সত্য-সুন্দর ।।
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
বিশ্বজগৎ মণি-ভূষণ বেষ্টিত চরণে ।।
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ।।
ধরণী পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ফুল-পল্লব-গীত-গন্ধ-সুন্দর-বরনে ।।
বহে জীবন রজনীদিন চির নূতন-ধারা,
করুণা তব অবিশ্রাম জনমে মরণে ।।
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ,
কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে ।।
জগতে তব কী মহোৎসর বন্দন করে বিশ্ব
শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে ।।

ইউরোপের দলীয় সমর্থকদের মাঝে বিগত দিনের সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে সুইডেন প্রবাসী আওয়ামী লীগের সমর্থকদের অক্লান্ত পরিশ্রমের এক সার্থক রূপ গত পহেলা এপ্রিল ২০১৭ ইংরেজি সংগঠিত ত্রিবার্ষিক সম্মেলন আর এই ধারাতেই প্রবাসে সৃষ্টি হবে নতুন দিগন্তের সূচনা, ডঃ বিপ্লব শাহনেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও ধর্ম গ্রন্থগুলো থেকে ধর্মীয় বাণী পাঠের মাধ্যমে সুইডেন আওয়ামী লীগের আহবায়ক খেতু মিয়ার সভাপতিত্বে সম্মেলনে শুরু হয়ে | অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ।

এক অসাধারণ সুশৃঙ্খল পরিবেশে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আব্দুস সাত্তার ও প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি। সম্মানিত অতিথি ছিলেন সুইডেন পার্লামেন্টের মিলিও পার্টির সংসদ সদস্য টিম নিলসেন ও সম্মেলনের দায়িত্বশীল নির্বাচন কমিশনের প্রধান যথাক্রমে জনাব আখতারুজ্জামান লাল্টু তার সহযোগী উপ নির্বাচন কমিশনার জনাব খলিলুর রহমান ও জনাব গুলজার মিঞা।

আগত অতিথি যারা সম্মেলনের সৌন্দর্যকে অপূর্ব আলোকে আলোকিত করেছেন তাদের নাম যথাক্রমে, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, নরওয়ে আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মজুমদার, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, হল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ খান, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া , ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, গ্রীস আওয়ামী লীগের সদস্য সচিব মিজানুর রহমান। আগত অতিথিরা তাদের বক্তব্যে সুইডেন আওয়ামী লীগের সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন যা কিনা সর্ব ইউরোপের জন্য অনুকরণীয়। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আব্দুস সাত্তার তাঁর বক্তব্যে ইউরোপের সকল বঙ্গবন্ধুর সৈনিকদের একত্রিতকরণে সুইডেন আওয়ামী লীগের কর্মীদের নির্দেশনা দিয়ে সুইডেন আওয়ামীলীগের সফল সম্মেলনের সংবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়ে যান।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগ সোহেল খান, হুমায়ুন মাকসুদ খান, আখতার হোসেন, নরওয়ে আওয়ামী লীগ মোস্তাফিজুর রহমান, আহমেদ রুবায়েত শরীফ, ফিনল্যান্ডের শাখাওয়াত হোসেন, স্পেন এর জাকির হোসেন, দুলাল সাফা।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ গনি তার বক্তব্যে সুইডেন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন কমিশনারদের নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সুইডেন আওয়ামী লীগের নির্বাচন কমিশনারদের প্রশংসা না করলেই নয় তাদের সুচারু ও সুশৃঙ্খল দক্ষতার কারণেই গত পহেলা এপ্রিল ২০১৭ সুইডেন আওয়ামী লীগের সভাপতি যথাক্রমে জনাব মনজুরুল হাসান ও সাধারণ সম্পাদক পদে জনাব লাভলু মনোয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার ঘোষণা আসতেই সম্মেলনের সবার মাঝেই আনন্দের উল্লাস ধ্বনি উচ্চারিত হয়।

অনাড়ম্বর এই অনুষ্ঠানে আগত অতিথিদের অাপ্যায়ন ও ধন্যবাদ জ্ঞাপনের জন্যে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে জনাব মনজুরুল হাসান ও জনাব লাভলু মনোয়ার তাদের বক্তব্যে সুইডেন আওয়ামী সম্মেলনকে সাফল্যমন্ডিত করার জন্যে সুইডেন ছাত্রলীগ ও সুইডেন যুব লীগের সকল কর্মীদের সহযোগিতা ও তাদের অক্লান্ত পরিশ্রমকে ধন্যবাদ ও আগত দিনে প্রবাসে আওয়ামী লীগের আদর্শ, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সরকারের উন্নয়নের সহযোগী ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

(এএম/এএস/এপ্রিল ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test