E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি দেশের স্বাধীন অস্তিত্বকে বিপন্ন করে তুলবে’

২০১৭ এপ্রিল ০৯ ১২:৩৮:৪৪
‘ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি দেশের স্বাধীন অস্তিত্বকে বিপন্ন করে তুলবে’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাথে স্বাক্ষরিত জাতীয় স্বার্থ বিরোধী প্রতিরক্ষা চুক্তি দেশের স্বাধীন অস্তিত্বকে বিপন্ন করে তুলবে। আর এ সব দেশবিরোধী গোপন চুক্তি বাংলাদেশের মানুষ কোন দিন মেনে নেবে না। গত ৮ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ এ সব কথা বলেন।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কাজী আজহারুল হক মিলন, মাহফুজুল মাওলা নান্নু, সৈয়দা মাহমুদা শিরিন, যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, বিএনপি নেতা আবু সুফিয়ান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনি, যুব দল নেতা বেলাল চৌধুরী, শাহাদত হোসেন রাজু, খলকু মিয়া প্রমুখ।

লিখিত বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের মানুষের নিকট স্বাধীনতা মানেই গণতন্ত্র, মুক্তি মানেই সকল গণতান্ত্রিক অধিকারের সুযোগ। কিন্তু, আজ বাংলাদেশে উন্নয়নের নামে গণতন্ত্রকে কারাবন্দী করে রাখা হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি আঞ্চলিক আধিপত্যবাদী শক্তির নিকট দেশের সকল স্বার্থ বিকিয়ে দেয়ার মাধ্যমে জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে বর্তমান শেখ হাসিনার সরকার। অবৈধভাবে ক্ষমতায় গিয়ে সরকার দেশ থেকে সকল বিরোধী রাজনৈতিক মত দমনে সরকারী আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সমর্থকদের যোগ সাজসে হত্যা, গুম, খুন ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে সরকার। দেশে আজ সরকারের সমালোচনা করার সুযোগ নেই, মানুষের বাক স্বাধীনতা নেই।

তিনি আরো বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, হাসিনা সরকার দেশে এমন ত্রাসের রাজ্য কায়েম করেছে যে, বাংলাদেশ থেকে লক্ষ হাজার মাইল দূরে বসে আজ সাধারণ প্রবাসীরাও হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। তাদের একটাই ভয়, দেশে পরিবারের সদস্যরা রয়েছেন। গত সপ্তাহেও একজন বিএনপি নেতার লাশ পাওয়া গেছে, যাকে কয়েকদিন আগে তাঁর নিজের বাসা থেকে সরকারী বাহিনী তুলে নিয়ে গিয়েছিলো। বাংলাদেশ সরকারের বিরোধী মত দমনের ঘটনা এতটাই লাগামহীন হয়েছে যে, আজ যুক্তরাষ্ট্রে বসে যুক্তরাষ্ট্রের নাগরিকেরাও বাংলাদেশ নিয়ে নির্বিঘ্নে তাদের মতামত পেশ করতে পারছে না।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশ আওয়ামী লীগের সুবিধাভোগীরা সেখানে হামলা চালাচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান 'আর্চার ব্রান্ড সেন্টার ফর ডেমোক্রেসী' এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন 'ক্লাব বাংলা'র যৌথ উদ্যোগে আয়োজিত 'বাংলাদেশ ডেমোক্রেসী'

সেমিনারের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে এসে বিশেষজ্ঞ আলোচকদের আলোচনার জবাবে নিজেদের কোনো উপযুক্ত জবাব দিতে না পেরে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা/কর্মীরা একযোগে যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে, বিদেশী মেহমানদের সামনে যেভাবে বাংলাদেশের সম্মানহানি করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে আজ আমরা শঙ্কিত। সমগ্র দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠা স্বত্ত্বেও ভারতের সঙ্গে নিরাপত্তা চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে।

আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি, দিল্লিতে গতকাল বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪টি প্রতিরক্ষা সমঝোতা স্মারকসহ ২২টি চুক্তি সই হয়েছে। কিন্তু, এই সকল চুক্তির বিষয়ে বাংলাদেশের মানুষ এখনো অন্ধকারে রয়েছে। বাংলাদেশের মিডিয়া অন্ধকারে রয়েছে। আমাদেরকে চুক্তির বিষয়ে বিস্তারিত জানতে হচ্ছে ভারতের মিডিয়া থেকে।

আমরা মনে করি, জনগণকে অন্ধকারের মধ্যে রেখে, জনগণকে কোনো কিছু না জানিয়ে এই সকল সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর সম্পূর্ণ বাংলাদেশের স্বার্থ বিরোধী। এটি দেশ ও জনগণের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে সই করার আগে দেশের জনগণকে একটি শব্দ অবহিত না করা- এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা যুক্তরাষ্ট্র বিএনপি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের সবচাইতে অহংকারের যে জায়গা, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যে বিষয়টি- সেটি হচ্ছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা। এই সকল চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে এখন উন্মোচন করে দেয়া হলো ভারতের কাছে-যা আমাদের স্বাধীন নিরাপত্তা নীতিকে এবং আমাদের স্বাধীন অস্তিত্বকে বিপন্ন করে তুলবে বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


(এএস/এসপি/এপ্রিল ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test