E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্রেটার সিলেট কাউন্সিল (জিএসসি) ইউকের উদ্যোগে মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০১৭ আগস্ট ২৮ ১৫:১৮:০৭
গ্রেটার সিলেট কাউন্সিল (জিএসসি) ইউকের উদ্যোগে মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ইমাদ উদ দীন, বৃটেন : বৃটেনের বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহত সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী মশাহিদুর রহমান ও কমিউনিটি লিডার  হারুনুর রশিদ এর আর্থিক সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল, লালাপুর, মাতাবপুর, হরিপুর গ্রামের প্রায় দু'শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গত ২০ আগষ্ট রবিবার বিকেলে উলুয়াইল আলিম মাদ্রসা প্রাঙ্গনে জিএসসি ইউকের মৌলভীবাজার জেলার চেয়ারপার্সন ডাঃ ছাদিক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ. সাংবাদিক সারওয়ার আহমদ, ডা: এ.কে জিল্লুল হক, সৈয়দ নওশের আলী খোকন,আশিকুর রহমান আশিক অনান্যদের মধ্যে উপস্থি ছিলেন ডা: সায়েমা মোজাহিদ,মো: সিরাজুল ইসলাম, আলিম উদ্দিন হালিম প্রমুখ। বান্যর্তদের মধ্যে ত্রাণ হিসেবে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে তৈল,পিয়াজ,চিড়া,মুড়ি,ডাল,স্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী.।এদিকে ত্রাণ বিতরণকালে বৃটেন থেকে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের চেয়ারপার্সন কমিউনিটি লিডার আলহাজ্ব নুরুল ইসলাম মাহবুব. ও সংঠনের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আহমদ টেলি কনফারেন্সে তাদের বক্তব্যে এই মহতি অনুষ্ঠানে যারা সহযোগীতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসহায় মানুষের কল্যাণে যে যার অবস্থান থেকে যেভাবে পারেন দয়া করে সাহায্যের হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন।

জি এস সি ওয়েলসের সেক্রেটারি শাহ্‌ শাফি বাংলাদেশে যাওয়ায় সিতাব আলীকে ওয়েলসের ভারপ্রাপ্ত সেক্রেটারীর দায়িত্ব প্রদান করা হয়েছে

বৃটেনের বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহত সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকের সাউথ ওয়েলস শাখার এক বিশেষ সভা গত ১৩ আগষ্ট ওয়েলসের রাজদধানী কাডিফ শহরের সম্রাটে জি এস সি সাউথ ওয়েলসের চেয়ারপার্সন আসকর আলীর সভাপতিত্বে এবং সাউঘ ওয়েলসের সেক্রেটারি শাহ্‌ শাফি কাদির এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা সাংবাদিক মোহাম্মদ মকিস্ মনসুর আহমদ.ও সংগঠনের উপদেষ্টা কমিউনিটি নেতা শেখ তাহির উল্লাহ.কেন্দ্রীয় ধমবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার. সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আসাদ মিয়া. ওয়েলসের সাবেক চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী. ট্রেজারার এ বি রুনেল.আলহাজ্ব লিলু মিয়া. আলহাজ্ব ছালিক মিয়া. আব্দুর রউফ তালুকদার. বদর চৌধুরী বাবর. মোহাম্মদ সিতাব আলী.সৈয়দ আমান উল্লাহ খোকন. ইউসুফ খান জিমি. বেলায়েত হোসেন খান. সালেহ আহমদ. ইকবাল আহমদ.নুর মিযা. আব্দুল ওয়াহিদ বাবুল. আব্দুল মোত্তালিব. আনহার মিয়া.সেবুল আলী. কামরুল ইসলাম. মোহাম্মদ আজহার. আব্দুল ওয়াহিদ. জাংগীর আলম.বদরুল হক মনসুর. আব্দুর রহমান. শামীম আহমদ. মকলিস মিয়া. আশরাফুল ইসলাম. সহ কাডিফ.সোয়ানসী ও নিউপোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় জিএসসির গত সাধারণ সভার সিদ্ধান্তকৃত ডেলিগেইট লিস্ট নিয়ে আলোচনা করা সহ সবার মতামত নিয়ে ফি কালেকশন করার মাধ্যমে চুড়ান্ত তালিকা করার জন্য ৫ জনকে দায়িত্ব প্রদান করা সহ সংগঠনের বিভিন্ন গুরুত্তপূণ সিদ্ধান্ত পাশ করা হয়। সংগঠনের জেনারেল সেক্রেটারি শাহ্‌ শাফি কাদির সংকিপ্ত সফরে বাংলাদেশে যাওয়ায় সংগঠনের জয়েন্ট সেক্রেটারি সিতাব আলীকে ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারীর দায়িত্ব প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী মোহাম্মদ মকিস্ মনসুর জিএসসির প্রতিষ্ঠালগ্ন থেকে আজবধি যে বা যারা অবদান রেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের অগ্রযাত্রায় অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীদিনেও সবাইকে অগ্রণী ভৃমিকা রাখার আহবান জানান।

(ওএস/এসপি/আগস্ট ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test