E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মঙ্গলের রুক্ষ মাটিতে চিনা রোভারের ঘোরাঘুরি

২০২১ জুন ১২ ১৫:০৮:২৫
মঙ্গলের রুক্ষ মাটিতে চিনা রোভারের ঘোরাঘুরি

বিজ্ঞান ডেস্ক : ল্যান্ডিং প্ল্যাটফর্ম থেকে নেমে শনিবার মঙ্গলের রুক্ষ জমিতে ঘোরাঘুরি শুরু করে দিল চিনের রোভার চুরং। আগের শনিবার মঙ্গলে মাটিতে সফল ভাবে এই রোভারকে নামিয়েছে চিনের মহাকাশ সংস্থা। এক সপ্তাহ পর চলাফেরা শুরু করল সেটি। 

দু’দিন আগে মঙ্গলগ্রহের ছবিও পাঠিয়েছে এটি। এখন সৌরশক্তি চালিত ছ’চাকাওয়ালা ২৪০ কেজি ওজনের গাড়িটি মঙ্গলের লাভা-প্রান্তর ‘ইউটোপিয়া প্ল্যানিটিয়া’-তে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করছে। তিন মাস ধরে এই কাজ করবে চুরং। আমেরিকার পরে চিনই বিশ্বের দ্বিতীয় দেশ, যারা মঙ্গলে রোভার চালাচ্ছে সফল ভাবে। পাঁচ বছর আগে, রাশিয়া ও ইউরোপের যৌথ অভিযানে তাদের ‘শাপরালি’ ল্যান্ডার সফ্‌ট ল্যান্ডিং করতে ব্যর্থ হয়ে আছড়ে পড়েছিল। রাশিয়া-আমেরিকার অনেক পরে শুরু করেও চিন এখন মহাকাশ চর্চায় প্রথম সারিতে। মহাকাশে মানুষ, চাঁদে যান ও মঙ্গলে রোভার পাঠানোর পাশাপাশি মহাকাশে নিজস্ব স্টেশনও গড়ছে তারা।

(ওএস/এসপি/জুন ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test