E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাইজেনের স্মার্টফোন আনছে স্যামসাং

২০১৪ জুন ০২ ২২:৪৩:০৩
টাইজেনের স্মার্টফোন আনছে স্যামসাং

সিমবিয়ানের দিন শেষ হয়েছে আগেই। সেই জায়গা দখল করেছে অ্যান্ড্রয়েড। কিন্তু এস্থানও হয়তো স্থির থাকবে না । নতুন সব সুবিধা নিয়ে প্রযুক্তি বাজারে আসছে স্যামসাং জেড।

এতে রয়েছে নিজেদের তৈরি টাইজান অপারেটিং সিস্টেম। প্রতিষ্ঠানটি বলছে, এই প্রথমবারের মতো তারা স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে। খবর বিবিসির।

স্যামসাং জানিয়েছে, অ্যান্ড্রয়েডে এইচটিসি থেকে শুরু করে সনি, এলজি, হাওয়ায়ে যখন বাজার ছেয়ে গেছে তখন অ্যান্ড্রয়েটের ওপর নির্ভরতা কমাতে টাইজেন চালিত স্মার্টফোন বাজারে এনেছে তারা। এর মাধ্যমে একই সঙ্গে নিজেদের অবস্থানটা আরও পোক্ত ও প্রযুক্তিবাজারে প্রতিযোগিতায় টিকে থাকবে তারা।

শুরুতেই এটি রাশিয়ায় ছাড়া হবে। চলতি বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ সেপ্টেম্বর নাগাদ এটি বিভিন্ন দেশের প্রযুক্তি বাজারে ছাড়া হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওপেন-সোর্স সফটওয়্যার টাইজেন চালিত স্মার্টফোনটিতে থাকবে ৪.৯ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, ২.৩ গিগাহার্টজের প্রসেসর। টুডি এবং থ্রিডি গ্রাফিক্স স্মাপোর্ট থাকবে স্মার্টফোনটিতে। এ ছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ২.১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। গ্যালাক্সি এস৫ এর মতো জেডেও থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার সেভিং মোড। স্যামসাংয়ের দাবি, স্টার্ট-আপ টাইম কমে আসবে টাইজেন ওএসে। মাল্টিটাস্কিং করা যাবে আরও সহজে, গতি বাড়বে ওয়েব ব্রাউজিংয়েরও।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, স্মার্টফোন বিক্রি দিক দিয়ে বিশ্বে তাদের অবস্থান এখন শীর্ষে। তাই সফটওয়্যার বিক্রি ও সেবা দেওয়ার লক্ষ্যে টাইজেন স্টোরচালু করা একান্ত জরুরী বলে মনে করছে তারা। তবে এই মুহুর্তে এই স্মার্টফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি স্যামসাং।

প্রসঙ্গত, জেড স্মার্টফোন উন্মোচন করার ঠিক কয়েক মাস আগেই টাইজেন ওএস চালিত গিয়ার টু সবার সামনে আনে স্যামসাং। নতুন গিয়ার টু স্যামসাং-এর অন্যান্য গিয়ারের তুলনায় অনেক বেশি কার্যকর।

(ওএস/এস/জুন ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test