তাঁতের ছন্দে মুখরিত তালতলীর রাখাইন পল্লী
বরগুনা প্রতিনিধি : সামনে ঈদ তাই সূর্যোদয়ের পর থেকেই তালতলীর রাখাইন পল্লী তাঁতের ছন্দময় খট খট শব্দে মুখরিত হয়ে উঠে। ছন্দে ছন্দে কাপড় বোনা চলে গভীর রাত পর্যন্ত। এ শব্দ বলে দেয় মন্দা কাটিয়ে পুরনো জৌলুস ফিরে পেয়েছে তাঁতপল্লী। পুরনো হস্তচালিত তাঁতের পাশাপাশি ব্যবহৃত হচ্ছে সেমি-অটোমেটিক তাঁত। প্রযুক্তির আধুনিকায়নে সাহায্য করেছে বেশ কয়েকটি উন্নয়ন সংস্থা।
এখানকার রাখাইন নারীদের তাঁত কাপড় বোনার ঐতিহ্য প্রায় ২০০ বছরের। তারা পরিবারের চাহিদা অনুযায়ী সারাবছরই তাঁতে লুঙ্গি, গামছা, থামি, গায়ের চাদর, বিছানার চাদর, ব্যাগ ও কম্বলসহ নানা ধরনের কাপড় বুনেন। এ সব কাপড়ে ঝলমলে রঙের ব্যবহারে ফুটিয়ে তোলা হয় লতা-পাতা, ফুল, পাখি ও জীব-জন্তুসহ প্রকৃতির দৃশ্য। বর্ণিল এ কাপড়গুলোর চাহিদাও বাড়ছে দিন দিন। ফ্যাশন মোটিফ হিসেবে এর কদরও অনেক দিনের।
তাঁতশিল্পী খেনাচিন (৪০) বলেন, সুতায় আমরা কমপক্ষে ৮ ধরনের রঙের ব্যবহার করি, এ সব রঙ কৃত্রিম নয়, প্রকৃতি থেকে নেওয়া। সুতায় রঙ করতে আমরা শাল, বকুলসহ বিভিন্ন গাছের পাতা ও বাকল ব্যবহার করি। এতে রঙ টেকসই হয়। বাজারের অন্য যে কোনো কাপড়ের তুলনায় আমাদের কাপড়ের রঙ আলাদা। এ সব পণ্যের দাম সম্পর্কে তিনি বলেন, প্রতিটি গায়ের চাদর ৫০০ থেকে ৬০০ টাকা, লুঙ্গি ২৫০ থেকে ৪০০ টাকা, ব্যাগ ৭০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করছি।
রাখাইন নারীরা সারাবছর তাঁতের কাজ করলেও বিভিন্ন পার্বণ, বিশেষ করে ঈদ ও শীতের মৌসুমে বাণিজ্যিকভাবে কাপড় বোনা শুরু করেন। তখন সুতায় রঙ করা, তাঁতে কাপড় বোনা, ব্যাগ তৈরি, স্থানীয় বাজারে বিক্রি এবং বাণিজ্যিক চালানে ব্যস্ততা লক্ষ্য করা যায়। এ সব কাপড় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়।
তাঁতশিল্পী খেনাচিন আরও জানান, এখানে উৎপাদিত কাপড় বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও কুয়াকাটার রাখাইন মার্কেটে বাজারজাত করা হয়। এ সব জায়গায় বেড়াতে আসা পর্যটক তাদের প্রধান ক্রেতা। এভাবে কৃষিকাজের পাশাপাশি তাঁত আবারও তালতলীর রাখাইনদের অন্যতম জীবিকা হয়ে উঠছে।
তালতলীতে সেমি-অটো তাঁত প্রযুক্তির দ্বার উন্মোচন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)। সংস্থাটি ৫০টি রাখাইন পরিবারকে একটি করে সেমি-অটো তাঁতযন্ত্র দিয়েছে। জার্মান সরকারের অর্থায়নে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের (জিআইজেড) সহযোগিতায় কোস্টাল লাইভলিহুডস অ্যাডাপ্টেশন প্রজেক্টের আওতায় এ সব তাঁত দেওয়া হয়। এ ছাড়া নারীদের কারিগরি সহযোগিতা দিচ্ছে তরঙ্গ নামের আরেকটি বেসরকারি সংস্থা।
তালতলীর রাখাইন সমাজকল্যাণ সংস্থা সূত্রে জানা যায়, নবগঠিত তালতলী উপজেলায় ১৩টি পাড়ায় ২৮০টি রাখাইন পরিবার বাস করছে। রাখাইন পাড়াগুলোর মধ্যে তালতলীপাড়া, ছাতনপাড়া, মনুখেপাড়া, আগাঠাকুরপাড়া, সওদাগরপাড়া, কবিরাজপাড়া, তালুকদারপাড়া, তাঁতীপাড়া, লাউপাড়া ও অঙ্কুজানপাড়ায় দুই শতাধিক হস্তচালিত ও কোমর তাঁত রয়েছে।
ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংতেন তালুকদার বলেন, এক সময় এমন প্রথা চালু ছিল যে, কোনো রাখাইন মেয়ে যদি তাঁত বুনতে না জানত, তাহলে তার বিয়েই হতো না। এখন রাখাইন নারীরা সেমি-অটো তাঁতযন্ত্র পাওয়ার পাশাপাশি তা চালনার প্রশিক্ষণও নিচ্ছেন।
তাঁতশিল্পী এমেনমু (৪০) বলেন, সেমি-অটো তাঁত একদিকে কষ্ট দূর করেছে, অন্যদিকে উৎপাদনও বাড়িয়েছে। কারণ সেমি-অটো তাঁতের মাধ্যমে একজন তাঁতকর্মী দিনে ৩টি কাপড় বুনতে পারেন।
আরেক তাঁতশিল্পী মং তাহান বাবু বলেন, পুরাতন হস্তচালিত ও কোমর তাঁতযন্ত্র ব্যবহার করে ৩ দিন সময় লেগে যায় একটি লুঙ্গির কাপড় বুনতে। এ ছাড়া কাপড় বোনার সূতার মূল্য বৃদ্ধি ও দুষ্প্রপ্যতার কারণে সাধারণ তাঁতীরা খুব একটা লাভের মুখ দেখতে পায় না।
রাখাইন সমাজকল্যাণ সংস্থার সদস্য সচিব খে মংলা বলেন, এই সেমি-অটো তাঁতের মাধ্যমে একদিনেই ৩টি কাপড় বোনা যায়। এ মুহূর্তে তালতলীতে রাখাইন তাঁতীদের জন্য সেমি-অটোমেটিক তাঁত বুনন প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্র স্থাপন এবং তাঁত ও সুতা কেনার জন্য তাঁতীদের সহজ শর্তে ঋণ প্রদান জরুরি। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে রাখাইনদের পারিবারিক তাঁত, লাভজনক শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
আরডিএফের সহকারী পরিচালক ও কোস্টাল লাইভলিহুডস অ্যাডাপ্টেশন প্রজেক্টের কো-অর্ডিনেটর মো. এনামুল হক বলেন, সেমি-অটো তাঁতযন্ত্র রাখাইন তাঁতীদের আয় আগের তুলনায় তিনগুণ বৃদ্ধি করেছে। এ যন্ত্র ব্যবহারে দক্ষতা অর্জন করতে পারলে উৎপাদনের পরিমাণ আরও বেড়ে যাবে।
তিনি মনে করেন, তাঁতশিল্পের নতুনতর এ যাত্রা রাখাইন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে।
(এমএইচ/এএস/জুলাই ১৫, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘প্রতিবেশী দেশে ইলিশ ও সার চোরাচালানের ঝুঁকি রয়েছ’
- নড়াইলে নবগঙ্গা ডিগ্রি কলেজে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী পালিত
- রাত পোহালে বিশ্বকর্মা পূজা, শেষ বিকেলে জমজমাট প্রতিমা বিক্রি
- লোহাগড়ায় বাজার বণিক সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত
- বেতনা নদীর বেঁড়িবাধ ভেঙে নিম্নাঞ্চলের ৪০ গ্রাম প্লাবিত
- আফরোজ খান মডেল স্কুলে ঈদে মিলাদুন্নবী পালিত
- কাপাসিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
- আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের তথ্য জানাতে জাতিসংঘের আহ্বান
- নগরকান্দায় গৃহবধূর লাশ উদ্ধার
- দৌলতদিয়া-পাটুরিয়ায় ৪৬ ঘণ্টা পর চললো লঞ্চ
- নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, রাজবাড়ীতে জনজীবন বিপর্যস্ত
- রাজবাড়ীর বেড়িবাঁধ সংলগ্ন তীর প্রতিরক্ষা বাঁধে ফাটল
- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে মারপিট, শিক্ষকসহ ৩ জন হাসপাতালে
- মাজার ভাঙচুরের প্রতিবাদে রাজবাড়ীতে ভক্তদের মানববন্ধন বিক্ষোভ
- কুলিয়ারচরে মসজিদ-মাজার ভাঙচুর, দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- বানিয়ারচর খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ
- আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে
- ‘ফ্যাক্টরি বন্ধ রাখলে মালিক-শ্রমিক দুই পক্ষেরই ক্ষতি’
- লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
- শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরার সময় হয়েছে
- সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের দখলে থাকা লাউয়াছড়া বনের জায়গা উদ্ধার
- শেখ হাসিনার সঙ্গে এবার আসামি অরুণা বিশ্বাস-রোকেয়া প্রাচী
- লোহাগড়ায় তিন দিনের বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে
- দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির
- ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
- সারদা পুলিশ একাডেমিতে কুচকাওয়াজে প্রধানমন্ত্রী
- মায়ের ‘অপহরণ’ সাজানো, নিয়মিত টাকা পাঠাতেন মরিয়ম তদন্ত শেষে পিবিআই
- পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যা
- প্রচারে নামার আগে লিটনের ৮২ প্রতিশ্রুতি
- চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৪ মিলিমিটার বৃষ্টি
- কিংবদন্তি যশ চোপড়ার চরিত্রে শাহরুখ খান
- রাজশাহীতে চুরির অপবাদে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা
- আন্তর্জাতিক নারী দিবসে ক্যানভাসে তৃণমূল নারীদের ছবি আঁকা প্রতিযোগিতা
- শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মণিপুর থেকে পালালেন রাজ্যপাল
- শিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করার সিদ্ধান্ত ববি শিক্ষার্থীদের
- চলে গেলেন হকির ওস্তাদ ফজলু
- ২৮ দিনে রেমিট্যান্স এলো ২০৭ কোটি ডলার
- আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
- সালথা উচ্চ বিদ্যালয়ের সভাপতি চৌধুরী সাব্বির আলী
- 'সামাজিক দায়বদ্ধতা ও জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা প্রত্যাশা করি'
- বর্ণবাদ ঠেকাতে রেফারিকে বিশেষ ক্ষমতা দিচ্ছে স্পেন
- পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মজুত থেকে বিক্রি করছে ভারত সরকার
- মেডিটারেনিয়ান শিপিং কোম্পানিকে ক্যাশলেস ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ‘বাংলাদেশ এখন পাকিস্তানের বড় ভাই হয়ে যাবে’
- কালো টাকা সাদা করার সুবিধা বাতিল