E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘ফিরোজ’ অবমুক্ত

২০১৫ মার্চ ১৭ ১৬:৪৩:১৮
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘ফিরোজ’ অবমুক্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুপুরে ফিরোজ নামের একটি ট্রান্সমিটারযুক্ত অজগর অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তৌফিকুল ইসলাম, সহকারি বন সংরক্ষক (এসিএফ) মো. সারওয়ার আলম, রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) ইমাম উদ্দিন, লাউয়াছড়া বিট অফিসার মুনিরুল ইসলাম ও স্থানীয় সংবাদিকবৃন্দ। বন মন্ত্রণালয় ও কারিনামের সহযোগিতায় এবং অজগর গবেষণা প্রকল্পের আওতায় লাউয়াছড়ায় চলছে বিলুপ্তপ্রায় অজগর গবেষণা।

বিট কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ৭ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্যরে এবং সাড়ে ৭ কেজি ওজনের এ অজগরের নামকরণ করা হয় ফিরোজ। গত ২৭ ফেব্রুয়ারি এ অজগরটিকে লাউয়াছড়ার পার্শ্ববর্তী ফুলবাড়ি এলাকার শনখলা থেকে উদ্ধার করে সেদিনই তার শরীরে রেডিও ট্রান্সমিটার স্থাপন করা হয়। কিছুদিন পর্যবেক্ষণের পর আজ তাকে বনে ছেড়ে দেয়া হলো। তিনি আরো জানান, এই রেডিও ট্রান্সমিটারের ফলে ফিরোজের কাছ থেকে নানান তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।

(টিবি/এএস/মার্চ ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test