রাজাকারের কবরের নাম ফলকে শহীদ ব্যবহার
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ফুঁসে উঠছে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ মিরপুরের কসাইখ্যাত কুখ্যাত রাজাকার জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্যার কবরের নাম ফলকে শহীদ পদবী ব্যবহার করা নিয়ে। ১৯৭১ এর মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হওয়া মিরপুরের কসাইখ্যাত কুখ্যাত রাজাকার জঘন্য অপরাধী বাঙ্গালী জাতির কলঙ্ক জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্যার কবরের নাম ফলকে শহীদ পদবী ব্যবহার করা হয়েছে।
শুধু কবরে নয় তার বাড়ি যাওয়ার রাস্তাটি ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের (আরজখার তিন রাস্তার মোড়ে) বাড়ির পথের নির্দেশনা দেওয়া হয়েছে একটি সাইনবোর্ডে সেখানেও লেখা শহীদ আব্দুল কাদের মোল্যার কবর এই দিকে। এর আগে আব্দুল কাদের মোল্লাকে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে। স্বাধীনতার পরে প্রথমবারের মতো দেশের কোনো যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হয় তার ফাসিঁ কার্যকরের মাধ্যমে।
২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লার। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় একই বছরের ১৭ সেপ্টেম্বর। ওইদিন ৬টির মধ্যে সব ক’টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগই প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১৩ সালের ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এবং ১২ ডিসেম্বর রাতে কার্যকর হয় কাদের মোল্লার ফাঁসি। ৪২ বছর পূর্বে দেশমাতৃকার বিরুদ্ধে ১৯৭১ সালে যুদ্ধাপরাধী এসব কুলাঙ্গারদের জন্য যে কলঙ্ক বয়ে বেড়াচ্ছিল সেই কলঙ্ক মচন হয় ফাসিঁর দেওয়ার মাধ্যমে।
৩০ লক্ষ জীবনের বিনিময় আর সম্ভ্রম হারানো দুই লক্ষ মা বোনের আত্মায় সেদিন একটু শান্তি পেয়েছিল। কিন্তু এরকম একজন কুখ্যাত রাজাকারের কবরের নাম ফলকে শহীদ পদবী ব্যবহার করায় চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে জেলার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। অবিলম্বে ওই নাম ফলক ভেঙ্গে ফেলার দাবি জানান তারা। ক্ষোভ প্রকাশ করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ বলেন, কাদের মোল্যার মত জঘন্য যুদ্ধাপরাধী, খুনির কবরে এমন নাম ফলক কোন ভাবেই লিখতে পারে না কেউ। দেশের একটি সুষ্ঠ ও সচ্ছ বিচার প্রক্রিয়ায় অপরাধী প্রমানিত হওয়ায় আইন অনুযায়ী এই রাজাকারের শাস্তি হয়েছে। যারা কাদের মোল্যার কবরে শহীদ নাম ফলক ব্যবহার করেছে তারাও রাষ্ট্রদ্রোহী।
তাদেরও বিচার হতে হবে বাংলার মাটিতে। তিনি তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, সেদিন নৃশংস ভাবে কুত্তার মত মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে। আজ এই স্বাধীন বাংলাদেশে একজন রাজাকারের কবরে নাম ফলকে শহীদ লেখা হয়েছে এটা কোন ভাবেই মেনে নিতে পারছি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই প্রশাসনের কাছে দাবি যতদ্রুত সম্ভব এই নাম ফলক ভেঙ্গে ফেলতে হবে।
তা না হলে মুক্তিযোদ্ধারা গিয়ে নাম ফলক ভেঙ্গে দিবে। সদরপুর উপজেলা কমান্ডার আব্দুল গাফফার জানান, এটা যে কতবড় দুঃখ জনক ব্যাপার তা বলে শেষ করা যাবে না একজন মুক্তিযোদ্ধা হিসেবে। তিনি কি ছিলেন যে শহীদ লিখবেন তার কবরে এটা চরম নিন্দার বিষয় ছাড়া আর কিছুই নয়। জেলা মুক্তিযোদ্ধা নেতা মোঃ শামসুদ্দিন মোল্লা জানান, মিরপুরের কসাই কাদের খ্যাত কাদের মোল্লার কবরে যে নামফলক ব্যবহার করা হয়েছে তাহা যদি দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে ফেলা না হয় তাহলে আমরা মুক্তিযোদ্ধারা এর ব্যবস্থা নেব। মুক্তিযোদ্ধা মুনসুর উদ্দিন বলেন, এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না একজন রাজাকারের কবরে শহীদ লেখা থাকবে এই স্বাধীন বাংলাদেশে।
এটা জামাতের নীল নকশা বাস্তবায়ন তাছাড়া অন্য কিছু নই। তিনি তো দেশ বা ধর্মের জন্য শহীদ হয়ে মারা যাননি যে তার কবরে শহীদ লেখা থাকবে। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখ জনক ব্যাপার। বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ বলেন, দেশ বা ধর্মের জন্য মারা যাননি কাদের মোল্লা। একাত্তরের খুনের দায়ে ফাঁসি হয়েছে তার। অতএব দেশের তথা আর্ন্তজাতিক অপরাধ আইনে ফাঁসি হওয়া একজন আসামির কবরের নামফলকে ‘শহীদ’ লেখা যায় না কোন ভাবেই। ফরিদপুরের একজন মাওলানা মো. সাইফুল্লাহ বলেন, শুধুমাত্র ইসলাম রক্ষার্থে যারা কাফের মুশরিকদের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে জীবন দিবেন তারাই প্রকৃত শহীদ। দেশে চলমান আইনে অপরাধী কোন ব্যক্তির ফাঁসি হলে সে শহীদ নন।
গণজাগরণ মঞ্চের কর্মী অনিমেষ রায় বলেন, কাদের মোল্যার নাম ফলকে যে শহীদ কথাটি লেখা হয়েছে সেটা অত্যন্ত দুঃখ জনক। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। প্রশাসনের প্রতি দাবি রাজাকার আব্দুল কাদের মোল্যার কবর ও তার বাড়ি যাওয়ার পথে যে নামের পূর্বে শহীদ পদবী ব্যবহার করা হয়েছে তা ভেঙ্গে দিতে হবে। আব্দুল কাদের মোল্যার ছোট ভাই ও ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান মাইনুদ্দিন মোল্যা বলেন, কবরে যে নাম ফলক তা জামায়াতের পক্ষ থেকে লাগানো হয়েছে। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখসানা রহমান বলেন, এটা তারা লিখতে পারেন না। যতো দ্রুত সম্ভব উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
(এসডি/পিবি/এপ্রিল ২১,২০১৫)
পাঠকের মতামত:
- ডব্লিউইএফ সম্মেলনে থাকছে বাংলাদেশ নিয়ে পৃথক ডায়ালগ
- প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফরে নেই বিশাল বহর
- কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী আর নেই
- সাতক্ষীরায় আইনজীবী সমিতির মতবিনিময় সভা ও পিঠা উৎসব
- আওয়ামী লীগের আমলে গড়ে তোলা মাদকের সাম্রাজ্য ধরে রাখতে খোলস পাল্টে লিখন এখন যুবদল কর্মী
- রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা
- রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রন্থ আড্ডা
- নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও কম্বল বিতরণ
- ওয়ালটন জাতীয় ল্যাক্রোস প্রতিযোগিতার পুরুষ বিভাগে পুলিশ চ্যাম্পিয়ন
- মাগুরার ঐতিহ্যবাহী বেরুইল-পলিতা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
- চা শ্রমিকদের পাশে শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটি
- পঞ্চগড় বিজিবির হেরোইন উদ্ধার
- বাগেরহাটে বিএনপি নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- ডব্লিউএইচও থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি
- দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
- গাছ কাটাকে কেন্দ্র করে নারীসহ চারজনকে পিটিয়ে আহত
- ‘লঞ্চঘাট ও নৌপথে কোন ধরনের অরাজকতা চলবে না’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’
- ‘রাজনৈতিক ধারাকে পাল্টাতে চাই’
- ‘বৈষম্য তৈরি করলে এ সরকারের বিরুদ্ধেও সম্মিলিত আন্দোলন’
- ঝিনাইদহে ৩০ হাজার জেলে পরিবার কর্মহীন
- যুদ্ধবিরতির বিরোধিতায় ইসরায়েলের ৩ মন্ত্রীর পদত্যাগ
- বিদ্যালয় ঘিরে অভিযোগের পাহাড়
- শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে নানা আয়োজন
- নিউ ইয়র্কে সাকিব আল হাসানের নয়া কৌশলে চাঁদাবাজি
- বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা রাষ্ট্রদ্রোহিতার শামিল : কৃষিমন্ত্রী
- ‘শেখ হাসিনা আলেম-ওলামাদেরও থ্রেড মনে করতেন’
- ইউক্রেনকে ‘ধ্বংস’ করার হুমকি পুতিনের
- 'জুলফিকার আলি ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন'
- যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণে বিএনপি নেতারা
- আল জাজিরার প্রতিবেদনে ১৫ বিশিষ্ট নাগরিকের নিন্দা
- ইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে ১০১ আইনজীবীর আবেদন
- গুচ্ছ পদ্ধতিতে ২০ বিশ্ববিদ্যালয়ে কয়েক ধাপে ভর্তি পরীক্ষা
- বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত ২
- জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতকে ভিসা দেয়া সম্ভব নয় : হোয়াইট হাউজ
- তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে
- শ্বশুরের জন্য জামাতার উপহার কাফনের কাপড়, তালাকের সিদ্ধান্ত স্ত্রীর
- শরীয়তপু্রে পুনাকের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- নতুন কাজ দিয়ে বছর শুরু করছেন ভাবনা
- মধুমতি নদীর মানিকহার ব্রিজে কচুরিপানার স্তুপ, ১৫ দিন ধরে গোপালগঞ্জের সাথে ৫ জেলার নৌ চলাচল বন্ধ
- 'আমি নিশ্চিত, পিতা মুজিব যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারত না'
- চলে গেলেন নায়িকা অঞ্জনা
- পঞ্চগড়ে ষড়ঋতু ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষ