E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় বাড়ছে নিষিদ্ধ পলিব্যাগের ব্যবহার

২০১৪ মে ২৪ ১২:৪২:১২
কুষ্টিয়ায় বাড়ছে নিষিদ্ধ পলিব্যাগের ব্যবহার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ছয়টি উপজেলার বিভিন্ন হাট-বাজারে কাঁচাবাজার থেকে  শুরু করে স্টেশনারী দোকানগুলোতে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিব্যাগ।

সদর উপজেলার বড়বাজার, মিউনিসিটিপ্যাল কাঁচা বাজার এবং সাদ্দাম বাজারের কয়েকটি দোকান থেকে এসব নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাইকারিভাবে সরবরাহ করা হচ্ছে জেলার বিভিন্ন বাজারে। দশ টাকা থেকে হাজার টাকার কেনাকাটা চলছে পলিথিনের তৈরী ব্যাগে।

অল্প দাম এবং সহজে পরিবহণ যোগ্য বলে ক্রেতারা এর ক্ষতিকর দিকটি না ভেবেই এগুলো ব্যবহার করছে দেদারছে।

এক শ্রেণীর অসাধু ব্যবসায়ি প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে নিষিদ্ধ পলিথিন সরবরাহ করছে বাজারে। বাজারে, বাজারকারীর হাতে, খুচরা ব্যবসায়ি প্রতিষ্ঠান থেকে পাইকারি দোকানে, হাটে-ঘাটে-মাঠে, ময়লার স্তুপে, আবাদী জমিতে সবখানেই ব্যবহৃত কিংবা অব্যবহৃত পলিথিন ব্যাগের ছড়াছড়ি। আইন প্রয়োগকারী সংস্থাও এ ব্যাপারে নির্বিকার।

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহে সর্বোচ্চ দশ বছরের সাজা ও ১০ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও এ আইনটির কোন প্রয়োগ নেই। পলিথিন ব্যবহারকারীর অনধিক ১০ হাজার টাকা জরিমানা এবং ৬ মাসের কারাদন্ডের বিধানটিও শুধু কাগজেই সীমাবদ্ধ, প্রয়োগ নেই। নেই এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির উদ্যোগ।

পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায়ের মতে, অতি সূক্ষ্ম ইথিনিল পলিমার পলিথিন তৈরীতে কাঁচামাল হিসেবে ব্যবহার হয়, যা অপচনশীল। এটি ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্যাসসৃষ্টির জন্য দায়ী। সিনথেটিক মেটেরিয়ালস দ্বারা তৈরী পলিথিন ব্যাগ সহজে পঁচে না, অধিক পানিরোধক বলে এটা জমিতে পড়লে ব্যাকটেরিয়া তৈরিতে বাধা সৃষ্টি করে। ফলে জমির উর্বরা শক্তি নষ্ট হয়। এছাড়া এতে বহন করা যে কোন ধরণের খাবার দীর্ঘক্ষণ থাকলে বিষক্রিয়ায় খাবার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ব্যবহৃত পলিথিন নদী-নালা, খাল-বিল, শহরের পানি নিস্কাশন ড্রেনে ফেলানোর কারণে বন্ধ হয় পানির প্রবাহ। অবরুদ্ধ প্রবাহে বৃদ্ধি পায় দুর্গন্ধ ও মশার প্রজনন, যা পরিবেশের জন্য ক্ষতিকর।

পলিথিন পাটজাত পণ্যের বিকল্প হিসেবে ব্যবহারের কারণে পাটের উৎপাদন ও ব্যবহার হুমকির মুখে পড়ার ব্যাপক আশঙ্কা রয়েছে। কৃষককে পাট উৎপাদনে উৎসাহিত করতে, বাড়াতে হবে পাটের ব্যবহার, নিরুৎসাহিত করতে হবে পলিথিন ব্যবহারে। এমনটিই বিশিষ্ট ব্যক্তিদের অভিমত।

(কেকে/জেএ/মে ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test