বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা
গৌরীপুর (ময়মনসিংহ) থেকে শফিকুল ইসলাম মিন্টু : এক সময় গ্রামে গ্রামে আয়োজন হতো লাঠিখেলা। ঢাক-ঢোল আর বাঁশির তালে তালে চলতো লাঠির নানা কসরত। সে সময় গ্রামের পথে পথে চোখে পড়তো, ঐতিহ্যবাহী লাঠিখেলা। কিন্তু সময়ের পথ ধরে আজ তা অতীতের ধূসর স্মৃতি।
নতুন নতুন নানা-বিনোদন মাধ্যমের ভিড়ে এখন খুব একটা চোখে পড়ে না তা। শহর তো বটেই, গ্রামেও আজকাল খুব একটা চোখে পড়ে না এই খেলা।
উৎসব-পার্বণ ছাড়া কালেভদ্রেই শুধু দেখা মেলে এটি। মহররম মাস এলেই ময়মনসিংহের গৌরীপুরে শুরু হয় লাঠি খেলা। উপজেলার বোকাইনগর ইউনিয়নের অষ্টগড়, গড়পাড়া, মামুদ নগর, রসুলপুর, কৃষ্ণপুর, ২নং গৌরীপুর ইউনিয়নের বায়ড়াউড়া, পৌরসভার পাছেরকান্দা, অচিন্তপুর ইউনিয়নের খান্দার, চৈয়ারকান্দা গ্রামের লাঠিয়াল দল উপজেলা সদর সহ আশেপাশের বাজারগুলোতে লাঠিখেলা প্রদর্শন করে থাকে।
কিছু মানুষ অবশ্য এখনো হৃদয়ের গহীনে যতনে রেখেছেন গ্রামবাংলার এই ঐতিহ্য। ঢোল আর লাঠির তালে নাচানাচি, অন্যদিকে প্রতিপক্ষের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টা সম্বলিত টান টান উত্তেজনার একটি খেলার নাম লাঠিখেলা। রং করা বাঁশের লাঠিতে একজন অন্যজনকে কৃত্রিম আক্রমণ করে চলে।
লাঠির সাথে লাঠির ঠোকাঠুুকি চলে অবিরাম। মাঝে মাঝে হুংকার ছেড়ে আক্রমণ করে একে অন্যকে। তবে ক্ষতি হয় না কারো। এটা যে শুধু আনন্দ দেয়ার জন্যই খেলা। বাদ্যের তালে তালে আর দর্শকদের মূহর্মহ তালিতে এগিয়ে চলে লাঠিখেলা।
ইংরেজদের আগ্রাসন থেকে ভূ-সম্পত্তি ও রাজত্ব রক্ষায় সেই সময় থেকেই অনেক রাজা-বাদশা ও জমিদাররা গড়ে তোলেন লাঠিয়াল বাহিনী। প্রশিক্ষিত সেই লাঠিয়াল জওয়ানদের কৃতিত্ব ছড়িয়ে পড়ে গোটা ভারতীয় উপমহাদেশ জুড়ে। পরবর্তীতে ডাকাতের হাত থেকে বাড়ির জানমাল রক্ষায় লাঠির কসরত রপ্ত করেন অনেকেই। যা আস্তে আস্তে জনপ্রিয় খেলায় পরিণত হয়।
সে সময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হিসেবে লাঠিখেলার বেশ কদর সৃষ্টি হলেও দিনে দিনে তা বিলুপ্তির পথে।
কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি এখনো বেশ জনপ্রিয়। লাঠি খেলা শুরু হলেই মজমা স্থানে মুহূর্তেই শত শত দর্শকের ভিড় জমে যায়।
লাঠিখেলার ইতিহাস :
লাঠি খেলা একটি ঐতিহ্যগত মার্শাল আর্ট যেটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু জায়গায় চর্চা করা হত। মূলত মার্শাল আর্ট আর লাঠি এই দুইয়ের সংমিশ্রন ও এর মধ্যে ঢোলের অনুপ্রবেশই এটাকে খেলায় রূপান্তরিত করেছে।
লাঠি খেলা' অনুশীলন কারীকে 'লাঠিয়াল' বলা হয়। লাঠি খেলা লাঠি দিয়ে আত্মরক্ষা শেখায়। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা (পূর্ব বাংলা ও পশ্চিম বঙ্গ) নিরাপত্তার জন্য লাঠিয়ালদের নিযুক্ত করত। বিভন্ন চঞ্চলে জমি দখলের জন্য মানুষ এখনও লাঠি দিয়ে মারামারি করে। মহরম, ঈদ ও পূজাসহ বিভিন্ন ধর্মানুষ্ঠানে এই খেলাটি তাদের পরাক্রম ও সাহস প্রদর্শনের জন্য খেলা হয়ে থাকে।
লাঠিখেলার নিয়ম কানুন ও সরঞ্জাম :
এই খেলার জন্য ব্যবহৃত লাঠি সাড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা, এবং প্রায়ই তৈলাক্ত হয়। অত্যাশ্চর্য কৌশলের সঙ্গে প্রত্যেক খেলোয়াড় তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করে। শুধুমাত্র বলিষ্ঠ যুবকেরাই এই খেলায় অংশ নিতে পারে। কিন্তু বর্তমানে শিশু থেকে শুরু করে যুবক, বৃদ্ধ সব বয়সের পুরুষরাই লাঠিখেলায় অংশ নিয়ে থাকেন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে পূজাসহ বিভিন্ন ধর্মানুষ্ঠানের সময় "লাঠি খেলা" এর প্রদর্শনী এখনও আছে। লাঠিখেলার আসরে লাঠির পাশাপাশি যন্ত্র হিসেবে ঢোলক, কর্নেট, ঝুমঝুমি, কাড়া ইত্যাদি ব্যবহৃত হয় এবং সঙ্গীতের সাথে চুড়ি নৃত্য দেখানো হয়।
লাঠি খেলা এদেশের একটি ঐতিহ্যবাহী ভ্রাম্যমাণ পরিবেশনা শিল্প। গ্রামের সাধারণ মানুষেরা তাদের নৈমিত্তিক জীবনের উৎসব-বাংলা বর্ষ বরণ, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠান উপলক্ষে লাঠি খেলার আয়োজন করে থাকেন। এক্ষেত্রে সাধারণত কোনও লাঠিয়াল দলকে ভাড়া করে আনা হয়।
লাঠিখেলার ধরণ :
বিভিন্ন ধরনের লাঠিখেলা রয়েছে তার মধ্যে অন্যতম হলো- সড়কি খেলা, ফড়ে খেলা, ডাকাত খেলা, বানুটি খেলা, বাওই জাঁক (গ্রুপ যুদ্ধ), নরি বারী (লাঠি দিয়ে উপহাস যুদ্ধ) খেলা এবং দাও খেলা (ধারালো অস্ত্র দিয়ে উপহাস যুদ্ধ) খেলা ইত্যাদি।
(এসআইএম/এএস/অক্টোবর ২৩, ২০১৫)
পাঠকের মতামত:
- বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো জাতিসংঘ
- ‘অপকর্মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেব’
- চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর পক্ষে কমিটি, সুপারিশ প্রতিবেদন জমা
- অনিশ্চয়তায় চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ
- ‘মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর’
- সাতক্ষীরায় দেবত্ব সম্পত্তি দখল করে কাটা হচ্ছে গাছ
- রাজবাড়ীতে প্রতিমা ভাংচুর, আদালতে প্রতিবন্ধির স্বীকারোক্তি
- ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪০ হাজার ছাড়াল, মৃত্যু ২০০ ছুঁইছুঁই
- টাঙ্গাইলে সমিতির কোটি কোটি টাকা হাতিয়ে পালিয়েছেন আ’লীগ নেতা বড়মনি
- ফ্রিল্যান্সিংয়ে সফল লংগদুর সুজন মার্ক
- বাগেরহাটে দুটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী গ্রেফতার
- মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানের গোডাউনে মিললো ২৩১ বস্তা ভারতীয় চিনি, আটক ১
- বাগেরহাটে ডেঙ্গু সচেতনাতায় বিএনপির লিফলেট বিতরণ
- হাসপাতালের টেন্ডারে কোটি টাকার অনিয়ম
- আশার ৩ জেলার শিক্ষা সুপার ভাইজারদের সমন্বয় সভা
- সোনারগাঁয়ে এক নারীকে কুপিয়ে হত্যা
- ইজিবাইক ও ভ্যানের দৌরাত্ম্যে নাকাল পাংশাবাসী
- মহম্মদপুরে ১০২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু
- ফরিদপুরে মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত
- অবৈধপথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে চার বাংলাদেশি আটক
- কাপ্তাইয়ে আগুনে ৮টি দোকান ১টি অটোরিকশা পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি
- ধামরাইয়ে মন্দিরে মন্দিরে চলছে পূজা অর্চনা
- ব্যাংকের প্রতি মানুষের আস্থা ফেরাতে যা করণীয়
- গোপালগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিগ্রেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন
- এক সাব-রেজিস্ট্রারের দায়িত্বে তিন কার্যালয়
- মান্দায় আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ১
- লাকসামের ওসি মনোয়ারের প্রশংসনীয় ভূমিকা
- ঘুসের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার আটক
- সাভারে পুলিশের পোশাকে সয়াবিন তেল ভর্তি ট্রাক লুট
- রায়হান রাফীর ওয়েব সিরিজে রুবেল-পূজা চেরি
- এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ সভাপতি পলাতক
- আজ ফুল কোর্ট মিটিং হচ্ছে না
- ভোলার তজুমদ্দিনে মৎস্য সপ্তাহ উদযাপন
- বিপৎসীমা ছুঁই ছুঁই করছে তিস্তা, পানিবন্দি পাঁচ হাজার পরিবার
- পথচারীদের মাঝে পাংশা থানা পুলিশের ইফতার বিতরণ
- হোসেনপুরে প্রতিবন্ধী শিক্ষকের কান্না
- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন দৃঢ় পদক্ষেপ
- শেরপুরে ২৬'শ কেজি চোরাই চিনি উদ্ধার
- ওয়াসার ২৬ খালের দায়িত্ব পেল দুই সিটি করপোরেশন
- রাজশাহীর নগর পিতা খায়রুজ্জামান লিটন
- বাঁচতে চান মহুয়া নুর
- সংসদের শীতকালীন অধিবেশন শুরু
- সরকারি অর্থ আত্মসাৎ ও অসদাচরণের দায়ে লোহাগড়ার পিআইও সাময়িক বরখাস্ত
- বার্ধক্যের জ্বালা ও মতিয়া চৌধুরী আপা
- শেখ হাসিনার মূর্তি গড়লেন ভারতীয় ভাস্কর