E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতপুরে ৩ হাজার বিঘা খাস জমি অবৈধ দখলে

২০১৪ জুন ০৩ ১৪:৪৮:১৮
দৌলতপুরে ৩ হাজার বিঘা খাস জমি অবৈধ দখলে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪২৬৯.৪২ বিঘা খাস জমির মধ্যে প্রায় ৩ হাজার ২‘শ বিঘা খাসজমি অবৈধভাবে ভূমি দস্যুরা দখল করে রেখেছে।

যার বর্তমান সর্বনিম্ন বাজার মূল্য প্রায় দেড়‘শ কোটি টাকা। এ ব্যাপারে সরকারি কোন উদ্যোগ না থাকায় অবৈধ দখলদারদের কাছ থেকে খাসজমি উদ্ধার করা সম্ভব হচ্ছেনা।
ফলে সরকারের ঘোষণা অনুযায়ী ভূমিহীন হতদরিদ্ররা খাসজমি বরাদ্ধ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া বেশিরভাগ খাসজমি প্রভাবশালী চক্রের দখলে থাকায় তা উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
উপজেলা ভুমি অফিস সুত্রে জানা যায়, ভারত সীমান্ত সংলগ্ন কুষ্টিয়া জেলার ১৮০ বর্গ কিলোমিটার আয়তনের ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত দৌলতপুর উপজেলার লোকসংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ।
এরমধ্যে শতকরা প্রায় ১৫ ভাগ মানুষ ভূমিহীন। যাদের বসতভিটার জন্য এক টুকরো জমিও নেই। ভূমি বিশারদদের মতে এখানকার খাস জমিগুলো সকল ছিন্নমূল মানুষের মাঝে বণ্টন করে দিলে দৌলতপুরে কোন ছিন্নমূল বা ভূমিহীন মানুষ থাকার কথা নয়।
অথচ কতিপয় কুচক্রীমহল ও ভূমিদস্যুরা এ সকল খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছে।
এক পরিসংখ্যানে জানা যায়,উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের ৬ টি মৌজায় ৮৮.১১ একর খাস জমি অবৈধ দখলে আছে। একইভাবে আদাবাড়িয়া ইউনিয়নের ৮ টি মৌজার ২৬.৩৯ একর খাস জমির মধ্যে ১৩.০০ একর অবৈধ দখলে আছে। বোয়ালিয়া ইউনিয়নের ৪ টি মৌজায় ৩৮.৪৭ একর খাস জমির মধ্যে ২৮.০৯ একর অবৈধ দখলে আছে। আড়িয়া ইউনিয়নের ৯ টি মৌজায় ৪৪.৫১ একর খাস জমির মধ্যে ২২.৮০ একর অবৈধ দখলে আছে। খলিশাকুন্ডি ইউনিয়নের ৮ টি মৌজায় ১৯.৮১ একর খাস জমি অবৈধ দখলে আছে। প্রাগপুর ইউনিয়নের ১২ টি মৌজায় ৬২৯.০২ একর খাস জমির মধ্যে ৬২.৪৯ একর অবৈধ দখলে আছে। আর বাকি ৫৬৬.৫৩ একর জমি মাথাভাঙ্গা নদীর ওপারে পড়ে যাওয়ায় ভারতীয়রা অবৈধভাবে দখল করে আছে। মরিচা ইউনিয়নের ১৪ টি মৌজায় ১৭৮.৯১ একর খাস জমির মধ্যে ৬২.২৩ একর অবৈধ দখলে আছে। চিলমারী ইউনিয়নের ৪ টি মৌজায় ২৬৬.০৮ একর খাস জমির মধ্যে ৮৯.৪৪ একর অবৈধ দখলে আছে। এছাড়া হোগলবাড়িয়া ইউনিয়নে ১৭.৫৩ একর , পিয়ারপুর ইউনিয়নে ১.৮৮ এবং রিফাইতপুর ইউনিয়নে ১২.৯৭ একর, ফিলিপনগর ইউনিয়নে ৫৬.৯০ একর, মথুরাপুর ইউনিয়নে ০২.০৩ একর ও দৌলতপুর ইউনিয়নে ১১.৫০ একর খাস জমি অবৈধ দখলদার, ভুমিদস্যুরা দখল করে রেখেছে।
উপজেলার মোট খাস জমির পরিমাণ প্রায় ১৪২৩.১৪ একর বা ৪২৬৯.৪২ বিঘা। তবে সঠিকভাবে জরিপ করা হলে খাস জমির পরিমাণ আরো বেড়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানান। এরমধ্যে প্রায় ২‘শ একর খাসজমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেয়া হয়েছে। এবং ৫০৫.৫৫ একর খাসজমি সরকারি নিয়ন্ত্রণে রয়েছে। আর ১০৫৫.৩১ একর বা ৩১৬৫.৯৩ বিঘা খাসজমি অবৈধ দখলে আছে।
উপজেলা পরিষদের পাশে মানিকদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজুডাঙ্গা মৌজার অধিনে ১৭ শতাংশ জমি ঐ বিদ্যালয়ের খেলার মাঠ হিসাবে ছাত্র/ছাত্রীরা ব্যবহার করে আসলেও তিন বছর আগে কানাডা প্রবাসী ও আল সালেহ পাবলিক ওয়েল ফেয়ার নামক এনজিও‘র মালিক মোহাম্মদ আলী জমিটি জোর করে দখল করে নিয়ে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে নিয়েছে। আল্লারদর্গা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর উত্তরে চামনা মৌজার ১ নং খতিয়ানের ৪৮ নং দাগের ১০ শতাংশ জমি নুরুজ্জামান বিশ্বাস ইন্ডাষ্ট্রিজের মালিক দখল করে মার্কেট নির্মান করেছেন।
এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন জানান, এ উপজেলার সিংহভাগ খাস জমি অবৈধ দখলে রয়েছে। অবৈধ দখলীয় খাসজমি উদ্ধারের ব্যাপারে প্রক্রিয়া চলমান আছে।
(কেকে/এএস/জুন ০৩, ২০১৪)


পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test