E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবিতে ছাত্রদলের ধর্মঘট চলছে

২০১৪ এপ্রিল ১৩ ১১:৫৩:১৯
ইবিতে ছাত্রদলের ধর্মঘট চলছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা দুই দিনের ধর্মঘটের রবিবার শেষদিন চলছে। ইবির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদসহ আটক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।

ধর্মঘটের কারণে রবিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে পুলিশি প্রহরায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়ি ক্যাম্পাসে পৌঁছেছে। রবিবারও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক জানান, ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদসহ আটক নেতাকর্মীদের মুক্তি না দিলে সোমবার পহেলা বৈশাখের দিন বাদ রেখে লাগাতার এ ধর্মঘট চালিয়ে যাবে ছাত্রদল।

আংশিক ক্লাস ও নির্ধারিত সব পরীক্ষা গ্রহণ করা হচ্ছে দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, ক্যাম্পাসে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে ছাত্রদল নেতাদের সঙ্গে আলোচনা চলছে।

(ওএস/এইচআর/এপ্রিল ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test