E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএসএমএমইউয়ের নতুন ভিসি অধ্যাপক শরফুদ্দিন আহমেদ

২০২১ মার্চ ২৯ ১৬:৩০:৩৫
বিএসএমএমইউয়ের নতুন ভিসি অধ্যাপক শরফুদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক মহাসচিব ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ।

সোমবার (২৯ মার্চ) বিএসএমএমইউয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এ নিয়োগ দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-১৯৯৮ এর ১২ ধারা অনুযায়ী, কমিউনিটি অপথালমোলজি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদকে বিএসএমএমইউয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো। তার নিয়োগের মেয়াদ হবে তিন বছর।

জনস্বার্থেই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

(ওএস/এসপি/মার্চ ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test