E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

২০২১ অক্টোবর ২৬ ১৮:২২:৩৮
গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার : গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের জন্য নির্ধারিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) এ ফল প্রকাশ করা হয়। ফল ভর্তি বিষয়য় ওয়েবসাইটে gstadmission.ac.bd/ পাওয়া যাচ্ছে।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত জিএসটির ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৬৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ২ জনের ওএমআর বাতিল হয়েছে রোল কিংবা সেড কোড না লেখায়। এছাড়া ৩ পরীক্ষার ওএমআর রিপোর্টিংয়ের জন্য বাতিল হয়েছে। তাই আমরা ৬৩ হাজার ৫১৩ জনের ফলাফল প্রকাশ করছি।

‘বি’ ইউনিটের পরীক্ষায় ৪০ এর ওপরে নম্বর পেয়েছে ১৯ হাজার ৫৩ জন পরীক্ষার্থী। প্রথম স্থান অধিকারী পেয়েছে ৯৩ দশমিক ৭৫ নম্বর। রবিবার (২৪ অক্টোবর) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

(ওএস/এসপি/অক্টোবর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test