E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জবিতেও ভর্তি পরীক্ষার সুযোগ একবারই

২০১৪ অক্টোবর ১৫ ১৯:৪৫:১৮
জবিতেও ভর্তি পরীক্ষার সুযোগ একবারই

স্টাফ রিপোর্টার, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ হারাচ্ছে ভর্তিচ্ছুরা। প্রস্তুতি বৈষম্য, জালিয়াতি ও আসন খালি থাকা ইত্যাদি কারণে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে একবারই ভর্তি পরীক্ষা দিতে পারবেন উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, দুইবার পরীক্ষার সুযোগ থাকলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বৈষম্য থাকে। যারা দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে তারা প্রস্তুতির জন্য এক বছর বেশি সময় পাচ্ছে। কিন্তু প্রথমবার যারা পরীক্ষা দিচ্ছে তারা প্রস্তুতির জন্য সময় পাচ্ছে মাত্র তিন মাস। এদিকে প্রথমবার ভাল বিষয় না পাওয়ায় আরও ভাল প্রস্তুতি নেওয়ার আশায় ভর্তি হচ্ছে না পরীক্ষার্থীদের একটি অংশ। এতে প্রতিটি বিভাগে আসন খালি থেকে যাচ্ছে। আবার ভর্তি হয়েও অনেক শিক্ষার্থী ক্লাসে আসে না। দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি শুরু করে। এতে করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে থেকে যাচ্ছে বৈষম্য। এ সব সমস্যা নিরসনের উদ্দেশ্যে ভর্তিচ্ছুদের একবারই পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় একবার সুযোগের বিষয়ে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই এ নীতি চূড়ান্তভাবে ঘোষণা দেওয়া হবে। এতে করে এ বছরই আসন খালি থাকা সমস্যা কিছুটা কমবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

(ওএস/অ/অক্টোবর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test