E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্ধ হবার পথে বরিশালের ৩০টি মাধ্যমিক বিদ্যালয়

২০১৪ অক্টোবর ২২ ১৬:৫৫:৪৯
বন্ধ হবার পথে বরিশালের ৩০টি মাধ্যমিক বিদ্যালয়

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল বিভাগ থেকে ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে বিলুপ্তি হওয়ার তথ্য পাওয়া গেছে। বরিশাল বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষার্থী সংকট, উপযুক্ত অবকাঠামো না থাকা, এমপিওভূক্ত হতে না পারা, শিক্ষকদের বেতন-ভাতা দিতে না পারা, শিক্ষা বোর্ডের নিয়ম নীতি নিয়ন অনুযায়ী বার্ষিক প্রতিবেদন না পাঠানো এবং সরেজমিনে এ সব বিদ্যালয়গুলোর অস্তিত্ব খুঁজে না পাওয়াসহ নানান অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর চলতি বছরের মে থেকে জুলাই মাসের প্রথম দিক পর্যন্ত পর্যায়ে ক্রমে ওই সকল বিদ্যালয়ের পাঠদান অনুমতি বাতিল ঘোষণা করেছে।

সূত্র জানায়, বিশেষ করে বরিশালের ৩০টি মাধ্যামিক স্কুলে শিক্ষার্থী সংকটের কারণে ও কোনো-কোনো স্কুলের প্রায় ৩/৪ বছরের বার্ষিক প্রতিবেদন বা রিপোর্ট শিক্ষা অধিদফতরে না দেয়ায় এসব বিদ্যালয়গুলো অস্তিহনি হয়ে পরেছে। এ ছাড়াও বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে গিয়ে স্কুল চিহ্নিত করে ওই প্রতিষ্ঠানগুলোর পাঠদান অনুমতি বাতিল করে প্রতিষ্ঠানগুলোর আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষনা করে সংশ্লিষ্ট দফতর।

সম্প্রতিকালে এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এমপিওভুক্ত হওয়ার আশায় ওই বিদ্যালয়গুলো স্থানীয়ভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তূ সংশ্লিষ্ট দফতরের নিয়ম-নীতির আওতায় না থাকার কারণে এ সব স্কুলগুলো পরে এমপিওভুক্ত হতে না পেরে এবং নির্ধারিত শিক্ষার্থী না থাকায় ও শিক্ষকদের বেতন-ভাতা দিতে ব্যর্থতার কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।

যে ৩০টি প্রতিষ্ঠানের পাঠদান অনুমতি বাতিল করা হয়েছে সেগুলো প্রায় তিন- চার বছর ধরে বার্ষিক প্রতিবেদন সংশ্লিষ্ঠ দফতরে জমা দেয়নি। এমনকি সরেজমিন গিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষক বা পরিচালনা পর্ষদের নামের তালিকা থাকলে তাদের কাউকে খুজে পাওয়া যায়নি। সরেজমিন পরিদর্শনে কর্মকর্তাদের রির্পোট অনুযায়ী শিক্ষা অধিদফতর যে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান বিলুপ্তি ঘোষণা করেন, তা হচ্ছে- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা এসডিএসডিপি মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার পিএসডি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, গাবতলী বিএম মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা জেলার আমতলী উপজেলার উত্তর চালিতাবুনিয়া বিদ্যালয়, গুটাবাছা নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ভোলার চরফ্যাশন উপজেলার গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়, হালিমাবাদ জেআর মাধ্যমিক বিদ্যালয়, হাজারীগঞ্জ নিম্নমাধ্যমিক বিদ্যালয়, হাওলাদারহাট মাধ্যমিক বিদ্যালয়, জাহানপুর শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়, কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, কবি নজরুল জে নিম্নমাধ্যমিক বিদ্যালয়, কুকরী-মুকরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়, নিলমহল নিম্নমাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ আওয়াজপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সুলমিরা বাজার মাধ্যমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষকরা সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান বিলুপ্তি ঘোষণা ফেরাতে তদবিরের জন্য সংশ্লিষ্ট দফতরে দৌড়-ঝাপ শুরু করছে। সংশ্লিষ্ট দফতর জানিয়েছেন, ৭-৮টি বিদ্যালয়ের জন্য মুঠফোনে নেতাদের সুপারিশ আসলেও তা কার্যকারী করা সম্ভব নয়। তবে লিখিতভাবে কোনো শুপারিশ আসেনি এবং শিক্ষা অধিদফতরে এ ৩০টি বিদ্যালয়ের নামের তালিকা পাঠানো হয়েছে।

(টিবি/এএস/অক্টোবর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test