E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেডিকেল ভর্তি পরীক্ষায় মোবাইল-ক্যালকুলেটর-ঘড়ি-ব্লুটুথ নিষিদ্ধ

২০১৪ অক্টোবর ২২ ১৭:৩৪:৪৮
মেডিকেল ভর্তি পরীক্ষায় মোবাইল-ক্যালকুলেটর-ঘড়ি-ব্লুটুথ নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার : ২৪ অক্টোবর অনুষ্ঠেয় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ব্লুটুথ ডিভাইসসহ সকল প্রকার ইলেক্ট্রনিক্স নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন এসব বহন করতে পারবে না।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার কথা জানায়।

এর আগে শুক্রবার পর্যন্ত মেডিকেল কোচিং বন্ধ রাখার নির্দেশ দেয় মন্ত্রণালয়। যা গত সোমবার রাত থেকেই কার্যকর হয়েছে।

দেশের ২২টি মেডিকেল কলেজ ও ঢাকা ডেন্টাল কলেজে এ পরীক্ষা নেওয়া হবে।

মোট ১০ হাজার ২২৭টি আসনের বিপরীতে এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষার ফরম তুলেছেন ৬৯ হাজার ৪৭৭ জন শিক্ষার্থী।

এ বছর দেশের ২৯টি সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ১৬২ জন, ৫৬টি বেসরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩২৫ জন, নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ জন এবং ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে এক হাজার ২৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

(ওএস/এএস/অক্টোবর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test