E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষা

২০১৪ অক্টোবর ২৩ ১৮:৫৫:১৭
আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার : চলতি শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশের ২৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে।

এ বছর সরকারি-বেসরকারি মোট ৮৫টি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১০ হাজার ২৯৯ আসনের বিপরীতে ৬৯ হাজার ৪৭৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৭ জন শিক্ষাথী ভর্তিযুদ্ধে অংশ নেবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের ২৯ সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ১৬২ আসন এবং ৯টি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ৫৩২টি। ৫৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩২৫টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ২৮০টি আসন রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা ও শিক্ষা) অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সূম্পর্ণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘরি, ব্লুটুথ, ডিভাইসসহ সব ধরণের ইলেক্ট্রনিক্স নিষিদ্ধ করা হয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test