E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেডিকেলে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

২০১৪ অক্টোবর ২৪ ১১:৪১:৪৬
মেডিকেলে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকার ২৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের সব কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন। তবে শিক্ষার্থীদের পরীক্ষায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য তিনি হলে প্রবেশ করেন নি। এবার দেশের সরকারি-বেসরকারি মিলে ৮৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজে ১০ হাজার ২৯৯ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এরমধ্যে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৬৯হাজার ৪৭৭ পরীক্ষার্থী। এই হিসেবে প্রতি আসনে ৭ জন ভর্তিচ্ছু ভর্তিযুদ্ধে লড়ছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে পরীক্ষার্থীকে ৪০ নম্বর পেতে হবে। চলতি শিক্ষাবর্ষ থেকে এ নিয়ম করা হয়েছে। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে ভর্তি পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটর, ব্লু টুথ ডিভাইস ও হাত ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

>>আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষা

(ওএস/এটিআর/অক্টোবর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test