E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০১৪ অক্টোবর ২৬ ১৩:৪০:২৪
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার, ঢাকা : ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজগুলোর জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল আজ রবিবার প্রকাশ করা হয়েছে।

জানা যায়, এবার পাশের হার ৩২.৭৫%। মোট পাশ করেছে ২২,৭৫৯ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৪০৬ জন এবং নারীর সংখ্যা ১১ হাজার ৩১৩ জন।

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে রবিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

এর আগে, গত শুক্রবার দেশের ২৩টি কেন্দ্রের ৩৫টি ভেন্যুতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮৫টি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১০ হাজার ২৯৯ আসনের বিপরীতে ৬৯ হাজার ৪৭৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

দেশের ২৯ সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ১৬২ আসন এবং ৯টি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ৫৩২টি। ৫৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩২৫টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ২৮০টি আসন রয়েছে।

ফলাফল পাওয়া যাবে নিচের লিংকে
http://dghs.teletalk.com.bd/mbbs/options/result.php


(ওএস/অ/অক্টোবর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test