E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

২০১৪ অক্টোবর ২৮ ১৪:০০:৫৬
রাবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘ই’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নীলুফার সুলতানা মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় ডিন কমপ্লেক্সের সমাজ বিজ্ঞান অনুষদে সাক্ষাৎকার নেওয়া হবে। বিজোড় রোলধারীদের মধ্যে প্রথম থেকে ১ হাজার ১৫১ জনের ১২ নভেম্বর সকাল ৮টায় এবং একই স্থানে জোড় রোলধারীদের মধ্যে প্রথম থেকে ১ হাজার ১৪৫ জনের ১৩ নভেম্বর সাক্ষাৎকার নেওয়া হবে।’

সাক্ষাৎকারের সময় ভর্তিচ্ছুদের পরীক্ষার হলের প্রত্যয়নকৃত প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র অব্যশই সঙ্গে আনতে হবে বলেও জানান তিনি।

পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত তথ্যবলী সমাজ বিজ্ঞান অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের admission.ru.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।

(ওএস/এইচআর/অক্টোবর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test