E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেডিসি পরীক্ষায় শিক্ষকদের সহায়তায় নকল

২০১৪ নভেম্বর ০৭ ১৮:৪৮:০২
জেডিসি পরীক্ষায় শিক্ষকদের সহায়তায় নকল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় জেডিসি পরীক্ষার প্রথমদিনে চলেছে ব্যাপক নকল ও গণ দেখাদেখি। পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের সহায়তায় এ অনিয়ম হয়েছে প্রকাশ্যে।

শুক্রবার সকালে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষায় নেছারুদ্দিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ চিত্র দেখা গেলেও উল্টো জেএসসি পরীক্ষা কেন্দ্রে। সেখানে পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে।

প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন না করায় এ অনিয়ম হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেন। এ বছর কলাপাড়া জেডিসি পরীক্ষায় দুটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮৪২ জন। প্রথমদিনে অনুপস্থিত রয়েছে ২৩ জন।
এ ব্যাপারে নেছারুদ্দিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব অধ্যক্ষ মাওঃ জিয়াউল হাসান হাবিব সাংবাদিকদের জানান, পরীক্ষা কেন্দ্রে কোন অনিয়ম হচ্ছে না। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

(এমকেআর/এটিআর/নভেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test