E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষকের পদত্যাগ

২০১৪ নভেম্বর ০৯ ১৬:০৭:২৭
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষকের পদত্যাগ

রংপুর প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০শিক্ষক পদোন্নতিসহ বিভিন্ন দাবি তুলে ধরে প্রশাসনিক ১৯পদ থেকে পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হকের নেতৃত্বে রবিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মোরশেদুল আলম রনির কাছে পদত্যাগপত্র জমা দেন শিক্ষকরা।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নূর উন নবী বলেন, পদত্যাগপত্র জামা দেওয়ার বিষয়ে আমি কিছু জানি না। তবে কেউ জমা দিয়ে থাকলে প্রশাসনিক ওইসব পদে অন্য শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে।

পদত্যাগপত্র যারা জমা দিয়েছেন- শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট ড. সাইদুল হক, সহকারী প্রভোস্ট শেখ মাজেদুল হক, মো. সাইদুর রহমান, তানিয়া তোফাজ, শহীদ মোখতার এলাহী হলের প্রভোস্ট ড. আর এম হাফিজুর রহমান সেলিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোরশেদ হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. রাফিউল আযম খান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান জাহিদ হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আলী রায়হান সরকার, রসায়ন বিভাগের চেয়ারম্যান এইচ এম তরিকুল ইসলাম।

এদের মধ্যে দুই জন শিক্ষক প্রশাসনের একাধিক পদে রয়েছেন। হাফিজুর রহমান সেলিম বিজ্ঞান ও ইঞ্জিনিয়ার অনুষদের ডিন এবং ড. সাইদুল হক কলা অনুষদের ডিন পদে রয়েছেন।

(ওএস/এটিআর/নভেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test