E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

২০১৪ নভেম্বর ৩০ ১৮:১১:৫৩
মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

বগুড়া প্রতিনিধি : ১০ দফা দাবিতে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে সম্মিলিত মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ (বিএমটিপিএসএ)। প্রায় ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বেকার সমস্যা দূর করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী নতুন পদ সৃষ্টির পাশাপাশি স্থগিত থাকা নিয়োগের আইনগত সমস্যা নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, সরকারি ডিপ্লোমা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদ মর্যাদা ও বেতনস্কেল প্রদান এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পরিবর্তে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স অন্তর্ভূক্ত করাসহ ১০ দফা দাবিতে গত ১৫ নভেম্বর থেকে ধারাবাহিকভাবেই তারা কর্মসূচি পালন করে আসছে।

অবস্থান কর্মসূচিতে বগুড়া সম্মিলিত মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি আইনুল হাসান, সহসভাপতি মানিক উদ্দিন, তামিম ইকবাল, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ রেজা এবং তানিয়া আকতার, নাজনীন আরা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে একই দাবিতে গত ১৫ ও ২৬ নভেম্বর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং ২৭ নভেম্বর বগুড়া আইএইচটি ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

(এএসবি/এএস/নভেম্বর ৩০,২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test