E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু

২০১৪ ডিসেম্বর ০২ ১১:৩৫:৪২
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু

স্টাফ রির্পোটার: ঢাকা মহানগরের ৩২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে আজ।ফরম বিতরণ চলবে ১২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।এবারে আবেদনের জন্য ব্যবহার করতে হবে  অনলাইন (www.dshe.gsa.edu.bd)। কেননা বিদ্যালয়ে ভর্তি ফরম পাওয়া যাবে না।

এবার ৩২টি বিদ্যালয়কে তিনটি গুচ্ছ করে ভাগ করা হয়েছে। যার পরীক্ষা যথাক্রমে ১৭, ১৮ ও ২০ ডিসেম্বর। আর নবম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

উল্লেখ্য, কোনো শিক্ষার্থী একই গুচ্ছভুক্ত কেবল একটি বিদ্যালয়ে আবেদন করতে পারবে। তবে কেউ ইচ্ছা করলে তিনটি গুচ্ছের তিনটি বিদ্যালয়েও আবেদন করতে পারবে।

(এমএম/এসসি/ডিসেম্বর০২,২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test