E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৈতিকতার ভিত্তিতে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান

২০১৪ ডিসেম্বর ০২ ১৬:২৭:০০
নৈতিকতার ভিত্তিতে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে নায়েম মিলনায়তনে 'শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যূনতম জাতীয় প্রমিতমান চূড়ান্তকরণ' শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী-নায়েম মিলনায়তনে কর্মশালায় চারটি গ্রুপে বিভিন্ন কলেজের শিক্ষক ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন।

জাতীয় প্রমিতমান চূড়ান্তকরণ প্রস্তাবনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত কাঠামো ও আর্থিক সুবিধাদির সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়। এর মাধ্যমে যত্র-তত্র মানহীন শিক্ষক-শিক্ষাপ্রতিষ্ঠান গজিয়ে ওঠা বন্ধ হবে বলে মত দেন বক্তারা।

(ওএস/এএস/ডিসেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test