E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি থেকে অদ্যাবধি গ্রাজুয়েশন করেছে ২৬ হাজার শিক্ষার্থী 

২০২৫ জুলাই ০২ ১৬:৩৮:২৯
এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি থেকে অদ্যাবধি গ্রাজুয়েশন করেছে ২৬ হাজার শিক্ষার্থী 

বিশেষ প্রতিনিধি : এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি (EAU) সম্প্রতি তাদের ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে ১৫৪ জন মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীকে গ্রাজুয়েশন প্রদান করেছে, যারা বৈশ্বিক বিমান চলাচলের ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত স্থানীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ২৬ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টি থেকে গ্রাজুয়েশন লাভ করেছে। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এবছরের গ্রাজুয়েশন ব্যাচে ২৫টিরও বেশি দেশের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত ছিল এবং তারা বিভিন্ন গ্রাজুয়েশন ও পোষ্ট গ্রাজুয়েশন প্রোগ্রামের আওতায় বিমান পরিচালনা, বিমান নিরাপত্তা, এয়ার ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ একাধিক বিষয়ে ডিগ্রি অর্জন করেছে।

১৫৪ জন গ্রাজুয়েটদের মধ্যে ২৪ জন পোষ্ট গ্রাজুয়েশন এবং ১৩০ জন গ্রাজুয়েশন পর্যায়ের শিক্ষার্থী ছিলেন, যাদের মধ্যে কিছু শিক্ষার্থীকে স্পন্সর করেছে এমিরেটস। বিভিন্ন বিভাগে ১৯ জন কৃতী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

গত চার বছরে ৬৫০ জনেরও বেশি স্নাতক শিক্ষার্থী এমিরেটস গ্রুপের ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন, যা তাদের একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়েছে। এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা এক সেমিস্টারের ইন্টার্নশিপ সম্পন্ন করে, যার মাধ্যমে সর্বোচ্চ ১৫টি ক্রেডিট আওয়ারে অর্জনের সুযোগ রয়েছে।

এমিরেটস গ্রুপের শিক্ষা শাখা হিসেবে ইমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় এভিয়েশন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। বিশ্ববিদ্যালয়টি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন ম্যানেজমেন্ট, লজিস্টিকস ও সাপ্লাই ম্যানেজমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স, বিমান নিরাপত্তা ও সিকিউরিটি স্টাডিজসহ নানাবিধ বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণা প্রোগ্রাম পরিচালনা করে।

(এসকেকে/এসপি/জুলাই ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test