E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

২০১৪ ডিসেম্বর ১৮ ১৮:৩১:৫১
সিংড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি : বৃহস্পতিবার সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের এইচ.এস.সি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। পরে তারা অতিরিক্ত ফি আদায় বন্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি দেয়।

শিক্ষার্থীরা জানায়, এইচ.এস.সি পরীক্ষার ফরম পুরণের জন্য ১৭০০ টাকা বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে। অথচ দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ফরম পুরণের জন্য বিভিন্ন বিভাগে ২৮৬০ টাকা থেকে ৩২৬০ টাকা বোর্ড ফি নির্ধারণ করে নোটিশ দেয়। শিক্ষার্থীরা বোর্ড ফি কমানোর দাবি জানিয়ে আসছিল। বৃহস্পতিবার এনিয়ে উত্তেজিত হয়ে উঠে শিক্ষার্থীরা । তারা ফরম পুরণ না করার ঘোষণা দিয়ে কলেজ ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিল নিয়ে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

শিক্ষার্থী শফিকুল ইসলাম, গোলাম শাহরিয়ার, শাপলা খাতুনসহ অনেকেই জানায়, শিক্ষার্থীদের বেতন, সেশন চার্জ ও পরীক্ষার ফি বাবদ ৩১৫৫ টাকা জমা দেয়ার পর কলেজ কর্তৃপক্ষ অবৈধভাবে অতিরিক্ত বোর্ড ফি আদায় করছে।

অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্র ফি ও কোচিং ফি সহ বিবিধ বিষয়ে এই ফি নির্ধারণ করা হয়েছে।

(এমআর/অ/ডিসেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test