E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১ জানুয়ারি নতুন বই পাবে শিক্ষার্থীরা

২০১৪ ডিসেম্বর ২৫ ১০:২০:৪৩
১ জানুয়ারি নতুন বই পাবে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার : নতুন বছর শুরুর এক সপ্তাহ আগেই বিনা মূল্যে বিতরণের ৯৮ শতাংশ পাঠ্যবই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী ২/১ দিনের মধ্যে অবশিষ্ট বইও পৌঁছে যাবে।

বুধবার বিকালে এনসিটিবি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া জানান, ২০১৫ শিক্ষাবর্ষের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক শ্রেণির ৪ কোটি ৪৪ লক্ষ শিক্ষার্থীর হাতে ৩২ কোটি ৬৩ লক্ষ ৪৭ হাজার বই বিনা মূল্যে তুলে দেবে সরকার। ৭ বছর ধরে প্রতিবারই ১ জানুয়ারি নতুন বই শিশুদের হাতে তুলে দেয়া হয়। দিনটি বই উৎসব হিসেবে উদযাপন করা হচ্ছে।

এদিকে বিতরণের আগেই সব বই সারা দেশে পৌঁছে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ১ ডিসেম্বর রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বই উৎসব উদযাপন করবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এনসিটিবি চেয়ারম্যান জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিকের সব বই উপজেলায় পৌঁছে গেছে। প্রাথমিক ও নিম্ন মাধ্যমিকের ৯৮ শতাংশ বই পাঠানো হয়েছে। অবশিষ্ট বইগুলো ২৫-২৬ ডিসেম্বররের মধ্যে পৌঁছে যাবে। থানা শিক্ষা কর্মকর্তারা বইগুলো গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের কাজ তদারকি করেন। চাহিদা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই সরবারহ করা হয় উপজেলা প্রশাসনের সহায়তায়। ধাপে ধাপে বই ছাপানো শেষ হওয়ার পর গত জুন মাস থেকেই উপজেলা পর্যায়ে বই পাঠানো শুরু হয়।

(ওএস/এটিআর/ডিসেম্বর ২৫, ২১০৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test