E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১২ জানুয়ারি হাবিপ্রবিতে ক্লাস শুরু

২০১৪ ডিসেম্বর ২৯ ২১:৪০:৩০
১২ জানুয়ারি হাবিপ্রবিতে ক্লাস শুরু

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১২ জানুয়ারি থেকে ক্লাস কার্যক্রম শুরু হবে।

আগামী ১ জানুয়ারি হাবিপ্রবির হলগুলো খুলে দেয়ার কথা থাকলেও আংশিক সমস্যা থাকার কারণে আগামী ১১ জানুয়ারিতে সকল হল খুলে দেয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, সকল হল সুপার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দের এক বৈঠকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের আলোকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

আবাসিক হলগুলো খুলে দেয়া ও ক্লাস শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় জন প্রশাসন কর্মকর্তা মমিনুল ইসলাম।

(ওএস/এটিআর/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test