E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীক্ষায় বিঘ্ন ঘটার প্রতিবাদে মানববন্ধন

২০১৫ ফেব্রুয়ারি ০৪ ১৩:২৭:০৮
পরীক্ষায় বিঘ্ন ঘটার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার্থীদের পরীক্ষা বিঘ্ন ঘটার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ অভিভাবকরা।

বুধবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে প্রায় দুই শতাধিক ছাত্র অংশ নিয়েছে। এর মধ্যে ক্যামব্রিয়ানের ১৩০ জন ছাত্র রয়েছে।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘খালেদা জিয়া বাঁচতে চাই, শান্তি চাই’ ও ‘খালেদা জিয়া আমাদের কী দোষ জবাব দিন’ লেখাসহ নানা ধরনের লেখা প্লেকার্ড ছিল।

ক্যামব্রিয়ানের শিক্ষার্থী সাজ্জান হোসেন বলেন, আমরা যেন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে ও সময় মতো শেষ করতে পারি, সেজন্য হরতাল প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার কাছে আহ্বান জানাই।

আরেক শিক্ষার্থী শিমুল বলেন, আমরা এমন রাজনীতি চাই, যে রাজনীতি আমাদের পরীক্ষা ও শিক্ষাজীবনে প্রভাব ফেলবে না।


ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের লেকচারার আবদুল হামিদ বলেন, হরতাল অবরোধের কারণে এসএসসি পরীক্ষা বিঘ্ন ঘটছে। এতে শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাই হরতাল-অবরোধ বন্ধের জন্য এ মানববন্ধন।

অভিভাবক গোলাম মোস্তফা বলেন, হরতাল-অবরোধের কারণে আমাদের সন্তানদের এসএসসি পরীক্ষায় বিঘ্ন ঘটছে। এর ফলে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়ছে। তাই হরতাল অবরোধ বন্ধের দাবি জানাচ্ছি।

এদিকে সেখানে উপস্থিত ঢাকা ১৭ আসনের সাংসদ ও বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদ মানববন্ধনের শুরুর আগে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল অবরোধ বন্ধ করা হোক। তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেজন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
(ওএস/পিবি/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test