E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

২০১৫ ফেব্রুয়ারি ০৬ ১২:২০:৫৮
শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হরতালের কারণে দুই দফা পেছানোর পর শুক্রবার ছুটির দিনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। শুক্রবার সকাল ৯টায় ৩ হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। শেষ হয় দুপুর ১২টায়।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে সকালে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে সকালে বাংলা-২ (১৯২১) সৃজনশীল এবং বাংলা-২ (৮১২১) সৃজনশীল বিষয়ের পরীক্ষা এবং মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত সোমবার এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে তা পরিবর্তন করা হয়। সোমবারের পরীক্ষা নেয়া হয় শুক্রবার। একই কারণে বুধবারের পরীক্ষা নেয়া হবে শনিবার। ফলে শুক্রবারই প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার আটটি বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ১০ হাজার ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন ছাত্রী।

(ওএস/অ/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test