E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে কঠোর নিরাপত্তায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

২০১৫ ফেব্রুয়ারি ০৬ ১৭:২৮:৫৬
শেরপুরে কঠোর নিরাপত্তায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

শেরপুর প্রতিনিধি : উদ্বেগ আর উৎকন্ঠা থাকলেও কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষা ৬ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হয়েছে। এদিন জেলায় এবার ১৮ টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১২ হাজার ৪০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও কোনো কেন্দ্রেই কোনো বহিস্কারের ঘটনা ঘটেনি।

শহরের কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৯ টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ৮ টা থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রে ভীড় করে। কেন্দ্রগুলোর বাইরে এবার অভিভাবকদের ভীড় ছিল অন্যান্য বছরের চেয়ে অনেক গুন বেশি। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পুলিশ, র‌্যাব ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশ সদস্যদের পরীক্ষা কেন্দ্রের সামনে পাহারা দিতে দেখা গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কার্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, শুক্রবারের ঢাকা বোর্ডের এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৯ হাজার ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন, মাদ্রাসা বোর্ডের দাখিলের কোরআন মজিদ ও তাহবিদ পরীক্ষায় ২ হাজার ৪৩২ পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি (ভোকেশনাল) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৯৩১ জনের মধ্যে ৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। কোনো কেন্দ্রেই কোনো বহিস্কার নেই।

পুলিশ সুপার মেহেদুল করিম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। নির্বিঘেœ পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য সবগুলো পরীক্ষা কেন্দ্রে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃ্খংলা বাহিনীর পাশপাশি ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কমিউিনিটি পুলিশ সদস্যদের নিয়ে ১০ সদস্য বিশিষ্ট ‘কেন্দ্র সুরক্ষা কমিটি’ দায়িত্ব পালন করছে।

(এইচবি/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test