E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঙ্গু বিলকিস এসএসসি পরীক্ষা দিচ্ছেন

২০১৫ ফেব্রুয়ারি ০৬ ১৮:৫২:২৮
পঙ্গু বিলকিস এসএসসি পরীক্ষা দিচ্ছেন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ২০ দলের টানা অবরোধ-হরতালে বার বার তারিখ পরিবর্তন হলেও শুক্রবার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থীরা প্রস্তুতি নিলেও শংকায় থাকা পরীক্ষার্থীদের একজন বিলকিস আকতার রিয়া। ৩৯টি তাজা প্রাণ হারানোর মাঝে জীবন নিয়ে ফিরে আসলেও নিতে হয়েছে পঙ্গুত্ব। তবু দমিয়ে রাখতে পারেনি তাকে। এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সহপাঠিদের সাথে বসে পরীক্ষা দিতে পারেনি। বিছানায় বসে একাই পরীক্ষা দিতে হচ্ছে তাকে।

দেশের আলোচিত বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার রেজ্জাক মোড়ে (রেজুর মোড়) সংঘটিত সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত বিলকিস আকতার রিয়া (১৬) এবারের এসএসসি পরীক্ষায় চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছেন।

ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৯ জন নিহত এবং বিলকিসসহ অনেকেই মারাত্মক আহত হন। দুর্ঘটনায় মারাত্মক আহত চাটমোহর উপজেলার ছাইকোলা পূর্বপাড়া গ্রামের দরিদ্র ভ্যান চালক আজাহার আলীর মেয়ে বিলকিস আকতার ছাইকোলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত ৫ মাস আগে সংঘটিত ওই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিলকিস প্রায় দেড় মাস (৪৩ দিন) সংজ্ঞাহীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি ব্যবস্থাপনায় তার চিকিৎসা চলছে। এরই মধ্যে এসএসসি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেছেন। দূর্ঘটনার পর মাথায় ১৮টি সেলাই পড়েছে। তার বাম পা দূর্ঘটনায় ভেঙ্গে পঙ্গু হয়ে গেছে। সে দাঁড়াতে পর্যন্ত পারেন না। বিছানায় বসে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে আহত বিলকিস কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, জিপিএ-৫ নিয়ে এসএসসি পাশ করবো-এমনটা আশা ছিল। কিন্তু আমার সে আশা আজ পরাহত। ভাল ফলাফল হবে কিনা জানি না। তিনি ভালো ফলাফলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, আল্লাহ আমাকে মারেননি সত্য, কিন্তু যে ক্ষতি হলো, তা কিভাবে কাটিয়ে উঠবো।

(এসএইচএম/এটিআর/ফেব্রয়ারি ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test