E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্বিতীয় দিনের পরীক্ষা শুরু, রবিবারের পরীক্ষা শনিবার বিকালে সিদ্ধান্ত

২০১৫ ফেব্রুয়ারি ০৭ ১১:২১:৩২
দ্বিতীয় দিনের পরীক্ষা শুরু, রবিবারের পরীক্ষা শনিবার বিকালে সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার : বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে শনিবার দেশব্যাপী শুরু হয়েছে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা।

৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে।

মাদ্রাসা বোর্ডে হচ্ছে হাদীস শরীফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ (১৯২২) এবং ইংরেজি-২ (৮১২২) পরীক্ষা।

হরতালের কারণে গত ৪ ফেব্রুয়ারির পরীক্ষাগুলো পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নেয় শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে হরতালে রোব ও মঙ্গলবারের পরীক্ষা হবে কি না- তার সিদ্ধান্ত জানা যাবে বিকেলে।

রবিবার থেকে ফের টানা ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রবিবার সকালে আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে গণিত-২ (১৯২৩) ও গণিত-২ (৮১২৩) বিষয়ের পরীক্ষা রয়েছে।

আর মঙ্গলবার আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২ (সৃজনশীল) ও সামাজিক বিজ্ঞান-২ (৮১২৪, সৃজনশীল/সাধারণ) বিষয়ের পরীক্ষা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, রবিবার পরীক্ষার বিষয়ে শনিবার বিকালে সিদ্ধান্ত জানানো হবে।

গত ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও ১ ফেব্রুয়ারি থেকে বিএনপি জোটের টানা হরতালে দু’দিনের পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার চট্টগ্রামের সরকারি কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন।

(ওএস/পিবি/ ফেব্রুয়ারি ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test