E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরণখোলায় এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলায় ১৭ পরিদর্শক বরখাস্ত

২০১৫ ফেব্রুয়ারি ০৭ ১৭:৩২:১৭
শরণখোলায় এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলায় ১৭ পরিদর্শক বরখাস্ত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্রের নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষায় ভুল ওএমআর শীট বিতরণে অভিযোগে ওই কেন্দ্রের দায়িত্বরত ১৭ জন পরিদর্শককে বরখাস্থ  করা হয়েছে।  এদিকে এই ভুলের কারণে ওএমআর শীট নেয়া সকল পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এসব গুরুতর অনিয়মের কারণে অকৃতকার্যের আশংকা মাথায় নিয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও অবিভাবক মহলে নেমে এসেছে হতাশা ।

জানা যায়, শুক্রবার শরণখোলা উপজেলার রায়েন্দা পাইলট হাই স্কুল কেন্দ্রের ৪ ও ৫ নম্বর কক্ষে বাংলা ১ম পত্রের নৈর্ব্যত্তিক পরীক্ষার (জেনারেল শাখা) শেষ দিকে নজরে আসে সরবরাহকৃত প্রশ্নের সেটের সাথে ভুলে অন্য কোডের ওএমআর শীট দেয়া হয়েছে। নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক পরিদর্শক জানান, যখন বিষয়টি তাদের নজরে আসে, তখন হাতে সময় কম ছিল। নতুন নিয়ম তাদের জানা ছিল না এবং কেন্দ্র কমিটির পক্ষ থেকে এ বিষয়ে পূর্বে কোন নির্দেশনা দেয়া হয়নি। ৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী মেহেদী হাসান জানান, এমসিকিউ পরীক্ষা চলাকালে সরবরাহকৃত শীট ও প্রশ্নে গড়মিল ধরা পড়ে। ওই শীট পাল্টিয়ে নতুন শীটে লিখতে গিয়ে অনেক সময়ক্ষেপন হয়। এতে সে সব প্রশ্নে উত্তর লিখতে পারেনি । একই কথা জানায়, ইমরান হোসেন, রাকিব, গোপাল চন্দ্র দাস, পল্বব কুমার দাস, জাহিদ হোসেন ও বরকত হোসেনসহ অন্যান্যরা।

কেন্দ্র সচিব অমলেন্দু হালদার জানান, ওএমআর শীটের বিষয়ে বোর্ডের নতুন নিয়মটি তাকে জানানো হয়নি। একারণেই ভুল হয়েছে।

শনিবার বিকালে শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল জানান, এমসিকিউ পরীক্ষার সেট কোড পত্র বিতরণে অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার কারনে শুক্রবার রাতে রায়েন্দা পাইলট হাই স্কুল কেন্দ্রের সকল পরিদর্শককে দায়িত্ব থেকে তাদের বরখাস্ত করা করা হয়েছে। তারা আর কোন পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না বলে ইউএনও জানান।

(একে/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test