E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে শান্তিপুর্ণভাবে সম্পন্ন দ্বিতীয় দিনের এসএসসি পরীক্ষা

২০১৫ ফেব্রুয়ারি ০৭ ১৭:৫০:০৪
দিনাজপুরে শান্তিপুর্ণভাবে সম্পন্ন দ্বিতীয় দিনের এসএসসি পরীক্ষা

দিনাজপুর প্রতিনিধি : চলমান অবরোধের মধ্যেও দিনাজপুরে শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষা। দ্বিতীয় দিনের এই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দিনাজপুর শিক্ষাবোর্ডে একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। অনুপস্থিত ছিলো ৪৮২ জন পরীক্ষার্থী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, শনিবার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা ২য় পত্র পরীক্ষায় ২৩৪টি কেন্দ্রে মোট ১ লাখ ২১ হাজার ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২০ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। ৪৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গাইবান্ধা জেলার কামদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোছা. সুরভী খাতুন নামে এক পরীক্ষার্থীকে অসাদুপায় অবলম্বন করার অভিযোগে বহিস্কার করা হয়েছে।
বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের ফলে ২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচীর মধ্যেও শান্তিপূর্ণভাবে দ্বিতীয় দিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান।

(এটি/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test