E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করবেন না’

২০১৫ ফেব্রুয়ারি ১২ ১২:২৬:৫৮
‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করবেন না’

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় বাধা না দেওয়ার জন্য হরতাল-অবরোধকারীদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত যুক্তরাষ্ট্রের শিক্ষা বিষয়ক প্রদর্শনী-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ডব্লিউ গিভসন ও ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ প্রতিনিধি বারবারা উইক হ্যাম।

প্রধান অতিথির বক্তব্যে হরতাল-অবরোধকারীদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় বাধা সৃষ্টির মাধ্যমে দয়া করে তাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কারণ আজকে যারা শিক্ষার্থী আগামী ৩০/৪০ বছর পর তারাই দেশকে নেতৃত্ব দেবেন। এখন যদি তারা ভয়-আতঙ্কের মধ্যে বেড়ে ওঠে। ভবিষ্যতে এর খেসারত দিতে হবে।

(ওএস/পিবি/ ফেব্রুয়ারি ১২, ২০১৫

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test