E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রবিবারের এসএসসি পরীক্ষা শুক্রবার

২০১৫ ফেব্রুয়ারি ১৪ ২০:২৫:২০
রবিবারের এসএসসি পরীক্ষা শুক্রবার

স্টাফ রিপোর্টার, ঢাকা : চলমান অবরোধ ও দফায় দফায় হরতালের ডাক দেওয়ায় বারবার পেছানো হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট রবিবার থেকে আবারও ৭২ ঘণ্টার হরতাল আহবান করায় ওইদিনের পরীক্ষা আগামী ২০ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার বিকেল ৪টায় রাজধানীর হেয়ার রোডের বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুব-বুদ-দ্বীন এ তথ্য নিশ্চিত করেছেন।

চলমান অবরোধের পাশাপাশি রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এই হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই হরতালের ঘোষণা দেন।

রবিবার এসএসসিতে গণিত (আবশ্যিক), দাখিলে ইংরেজি (অনিয়মিত পরীক্ষার্থীদের) ও ইংরেজি প্রথম পত্র, কারিগরিতে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) ও রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) এবং দাখিল করিগরিতে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে হরতালের কারণে গত বৃহস্পতিবার পর্যন্ত এসএসসি ও সমমানের বিভিন্ন বিষয়ে মোট ৩৭টি পরীক্ষা পেছানো ও স্থগিত করা হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৭০ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১০ লাখ ৩৮ হাজার ৩৮৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৩৫ হাজার ৭৪৮ ও কারিগরিতে ৯৬ হাজার ২১০ জন পরীক্ষার্থী রয়েছে।

(ওএস/অ/ফেব্রুয়ারি ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test