E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসম্পূর্ণ শহীদ মিনারেই শ্রদ্ধা জানাবে কুবি

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১৪:১৪:০৯
অসম্পূর্ণ শহীদ মিনারেই শ্রদ্ধা জানাবে কুবি

কুবি প্রতিনিধি : শনিবার পালিত হবে অমর একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরেই ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতি স্মরণ করবে তার শ্রেষ্ঠ সন্তানদের। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নবম বছরে এসেও শহীদ মিনারের কাজ শেষ না হওয়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। তবে বাজেট স্বল্পতার জন্য কাজ হয়নি বলে জানান নির্মাণ কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে ২০০৮ সালের ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি প্রফেসর ড. গোলাম মাওলা সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন টিলায় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

নয়নাভিরাম ঐ স্থানটিকে ঘিরে ৭০ লাখ টাকা ব্যয় ধরে শহীদ মিনারের নকশা তৈরি করেন প্রখ্যাত চিত্র শিল্পী প্রফেসর ড. হাসেম খান।

পরে দু’দফা ভিসি পরিবর্তনের ফলে ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্তই সীমাবদ্ধ ছিল শহীদ মিনারের নির্মাণ কাজ।
শহীদ মিনারের দাবিতে শিক্ষার্থীদের দফায় দফায় আন্দোলনের মুখে তৎকালীন ভিসি প্রফেসর ড. আমীর হোসেন খান ২০১১ সালে স্থান পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন টিলার ওপড় শহীদ মিনার নিমার্ণের সিদ্ধান্ত নেন।

নির্মাণ কাজ শুরু করে ১০ লাখ টাকার কাজ করা হয়। পরে বাজেট স্বল্পতা দেখিয়ে বন্ধ করে দেয়া হয় নির্মান কাজ। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বদিচ্ছা ও আন্তরিকতার অভাবে মুখ থুবড়ে পড়ে শহীদ মিনারের নির্মাণ কাজ।

বর্তমান ভিসি প্রফেসর ড. মো. আলী আশরাফ শহীদ মিনারের বাকি কাজ শেষ করার জন্য সম্প্রতি টেন্ডার আহ্বান করেন।

এতে ২৪৫ কার্যদিবসের মধ্যে কাজ শেষ করার সময়সীমা দিয়ে দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে যথাক্রমে ৪৫ লাখ ও ২০ লাখ টাকার কাজ দেয়া হয়।

মিনারের বেদী, মাটি কাটা, সৌন্দর্য্য বর্ধন, সংলগ্ন রাস্তা নির্মান কাজের জন্য এই বাজেট দেয়া হয়। তবে এখনো কাজ শুরু হয়নি। ফলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে।

ব্যয়ের দিক থেকে বিবেচনা করলে শহীদ মিনারের এখনও প্রায় ৮০ ভাগ কাজ বাকি রয়েছে বলে প্রকৌশল দপ্তর থেকে জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন, পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মানের জন্য ইতিমধ্যে টেণ্ডারের মাধ্যমে কাজের আদেশ দেয়া হয়েছে। দ্রুতই তারা কাজ শুরু করবে। আশা করছি শহীদ মিনারটি দৃষ্টি নন্দন হবে।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test