E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অগ্রসার শান্তি স্বর্ণপদক পেলেন বাশার

২০১৫ ফেব্রুয়ারি ২৪ ১২:০০:২৬
অগ্রসার শান্তি স্বর্ণপদক পেলেন বাশার

স্টাফ রিপোর্টার : ডিজিটাল শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য বিএসবি-ক্যামব্রিয়ানএডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এমকে বাশার অগ্রসার শান্তি স্বর্ণপদক পেয়েছেন।

সোমবার বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ তাকে এ সম্মাননা দেয়।

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে (অতীশ দীপঙ্কর, অগ্রসার ও বিশুদ্ধানন্দ) শান্তি স্বর্ণপদক দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্যদের মধ্যে ছিলেন ড. ধর্মসেন মহাস্থবির, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, একুশে পদকপ্রাপ্ত সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবের হোসেন চৌধুরী এমপি।

শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এর আগেও লায়ন এমকে বাশার একাধিক পুরস্কার পেয়েছেন।

আরো যারা পুরস্কার পেয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, মোস্ট ভ্যান পারুকরু সামু কামানা স্যালেজ্ঞাম (থাইল্যান্ড), জুকুংতু ডেঙ্গাজু (তিব্বত, চীন), ম্যান হি লি (কোরিয়া), মিসেস ভ্যাসুলা রাইডিন (গ্রিস), ড. হাসান মাহমুদ এমপি, ডা. মো. ফজলুল হক, প্রফেসর ড. কাজী আলী হাসান ও মনোরঞ্জন গোসাল।

(ওএস/পিবি/ফেব্রুয়ারি ২৪,২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test