E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাটল ট্রেনে আগুন

চবি শিক্ষক সমিতির বিবৃতি প্রদান

২০১৫ মার্চ ০৮ ১৯:৫১:৫২
চবি শিক্ষক সমিতির বিবৃতি প্রদান

চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর ষোলশহর রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিতে আগুন ও ককটেল বিষ্ফোরণের ঘটনার প্রতিবাদে বিবৃতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রবিবার দুপুরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেণু কুমার দে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিতে এ বিবৃতি প্রদান করা হয়।

বিবৃতিতে বলা হয়, ১টি চক্র বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে আগুন ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আন্দোলনরে নামে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এটি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির অপপ্রয়াস। এছাড়া ঘটনাটি গত বছরের ১০ সেপ্টেম্বর শিক্ষকবাসে ককটেল হামলারই অংশ বলে মনে হচ্ছে।

এ সময় ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী সকল শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে ব্যবস্থা গ্রহণসহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ব্রেকিংনিউজ/প্রতিনিধি/এটিআর

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test