E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবিতে ৪ এপ্রিল হতে শুরু মেধা তালিকায় ভর্তি

২০১৫ মার্চ ২১ ১৪:৫১:২৪
ইবিতে ৪ এপ্রিল হতে শুরু মেধা তালিকায় ভর্তি

কুষ্টিয়া প্রতিনিধি :  কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান সহ ভর্তি কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। সভায় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পুণঃনির্ধারিত অফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী (১) মেধা তালিকা থেকে ভর্তির জন্য সাক্ষাৎকার ৪ এপ্রিল হতে ৮ এপ্রিল পর্যন্ত। (২) মেধা তালিকা থেকে ভর্তি ৪ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত। (৩) মেধা তালিকা থেকে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিভাগ পরিবর্তন ১৮ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত। (৪) বিশেষ কোটায় ভর্তির আবেদন সংগ্রহ ৪ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত। (৫) অপেক্ষমান ও বিশেষ কোটায় ভর্তি ও বিভাগ পরিবর্তন ২১ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত। (৬) ক্লাস শুরু ২ মে ২০১৫ হতে। এছাড়া সভায় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস, পরীক্ষা ও হলসমূহ খুলে দেয়ার ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আরও বিস্তারিত তথ্য জানা যাবে। সভাটি পরিচালনা করেন রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মোঃ মসলেম উদ্দিন।

(কেএইচ/পিবি/মার্চ ২১,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test