E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পরীক্ষা নেওয়া ছাড়া আর বিকল্প নেই’

২০১৫ মার্চ ২৪ ১৪:৩৪:৩৪
‘পরীক্ষা নেওয়া ছাড়া আর বিকল্প নেই’

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সকল বাধা-বিপত্তি মোকাবেলা করে আগামী ১ এপ্রিল থেকে ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যত্যয় হবে না।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান।

এইচএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ বা অন্য বাধা আসলে পরীক্ষা নেওয়া হবে কি না- প্রশ্নে মন্ত্রী বলেন, পরীক্ষা নেওয়া ছাড়া আর বিকল্প নেই।

শিক্ষামন্ত্রী বলেন, তিন মাস অস্বাভাবিক পরিস্থিতিতে শিক্ষার ব্যাপক ক্ষতি হয়েছে। এখন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলতে শুরু করেছে, ক্লাস চলছে। আমরা অগেই এইচএসসির রুটিন ঘোষণা করেছি। পরিষ্কারভাবে বলতে চাই ১ এপ্রিল থেকে পরীক্ষা হবে, এর কোনো ব্যত্যয় হবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, হরতাল-অবরোধ কিছুই হচ্ছে না। আপনারা ভাল করেই জানেন। কিছু ভয় ছিল, সরকার তা মোকাবেলা করতে প্রস্তুত। পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়ে রেখেছে।

নির্দিষ্ট দিনে পরীক্ষা অনুষ্ঠানে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কেন্দ্রসচিব, শিক্ষা বোর্ডের কর্মকর্তা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে এখন থেকেই দৃঢ় সংকল্প হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীরা কোনো বিশেষ দলমতের সমর্থক নয়। তারা দলমত নির্বিশেষে সবার সন্তান। তারাই জাতির ভবিষৎ। তাদের সুন্দর ভবিষৎ নিশ্চিত করা আমাদের সবার কর্তব্য।

এছাড়া পরীক্ষার্থীদের দুঃশ্চিন্তা না করে সূচি অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বলেন নাহিদ।

সূচি অনুযায়ী ১ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৮৫টি তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা রয়েছে। ১৩-২২ জুনের মধ্যে শেষ করতে হবে ব্যবহারিক পরীক্ষা।


(ওএস/এএস/মার্চ ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test