E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বাধীনতা দিবসে বশেমুরবিপ্রবির নানা আয়োজন 

২০১৫ মার্চ ২৬ ১১:৫৯:০০
স্বাধীনতা দিবসে বশেমুরবিপ্রবির নানা আয়োজন 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উদযাপনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন যোগে টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ উপস্থিত হয়ে রাত ১২টা ০১ মিনিটে পুস্পস্তাবক অর্পণ করেন।

এদিকে আসন্ন মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ব্যাস্ত সময় কাটাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। সাদাকালো এবং রংধনু নামের ২টি সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে একটি মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের এ ই সি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক মাহামুদের পরিচালনায় নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি শর্ট ফ্লিম। এটি দেখা যাবে ২৬ মার্চ সাদাকালো এবং রংধনু আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যবর্তী যে কোন একটি সময়ে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবির স্বাধীনতা দিবস হলের আবাসিক ছাত্ররা সবাই একই ধরনের টি শার্ট বানিয়েছে। ২৫ শে মার্চ মধ্যরাত থেকে শুরু করে ২৬ শে মার্চ সারাদিন তারা সবাই এই টি শার্ট পরে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন ইভেন্টে উপস্থিত থাকবেন।

এছাড়াও ২৬ মার্চ দুপুরে স্বাধীনতা দিবস হলের আবাসিক ছাত্ররা মিলে এক প্রীতিভোজের আয়োজন করেছে। শিক্ষার্থীদের আশা অন্যবারের তুলনায় এবার স্বাধীনতা দিবস তারা বেশ ভালভাবে উদযাপন করতে পারবেন।

(ওএস/এটিঅার/মার্চ ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test