E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দাখিলে উচ্চতর গণিত পরীক্ষা ৩ এপ্রিল

২০১৫ মার্চ ২৮ ১২:৩৪:৩৮
দাখিলে উচ্চতর গণিত পরীক্ষা ৩ এপ্রিল

স্টাফ রিপোর্টার : হরতালের কারণে স্থগিত থাকা দাখিলে মাদ্রাসা বোর্ডের উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী শনিবার বলেন, আগামী ৩ এপ্রিল সকাল ৯টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ মার্চ এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

বিএনপি জোটের হরতালের কারণে এসএসসি ও সমমানের একটি পরীক্ষাও নির্ধারিত দিনে অনুষ্ঠিত হয়নি। হরতালে ১৬ দিনে মোট ৩৬৮টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। এসব পরীক্ষা শুক্র ও শনিবার নেওয়া হচ্ছে। পিছিয়ে দেওয়া হয়েছে ব্যবহারিক পরীক্ষাও।

সংগীত ও বেসিক ট্রেডসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে সম্পন্ন করে তার নম্বর ৯ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে অনলাইনে পাঠাতে বলা হয়েছে।

এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

(ওএস/পিবি/ মার্চ ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test