E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩৫তম বিসিএসে উত্তীর্ণ ২০৩৯১ জন

২০১৫ এপ্রিল ০৮ ১৭:২০:৪৬
৩৫তম বিসিএসে উত্তীর্ণ ২০৩৯১ জন

স্টাফ রিপোর্টার : ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, এতে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৩৯১ জন। বুধবার বিকেলে সরকারি কর্ম কমিশন(পিএসসি) এই ফল প্রকাশ করে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা এ তথ্য জানান।

প্রিলিমিনারির ফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

এছাড়া টেলিটক মোবাইলে এসএমএস করেও ফল পাওয়া যাবে।

এজন্য PSC লিখে স্পেস দিয়ে 35 লিখে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

নতুন নিয়মে এবার সর্বোচ্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিসিএস বিধিমালা সংশোধনের পর নতুন নিয়ম ও সিলেবাসে ২০০ নম্বরে দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ছিল এক নম্বর। আর ভুল উত্তরের জন্যে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হয়।

আগে ১০০ নম্বরে এক ঘণ্টা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতো।

(ওএস/পিবি/ এপ্রিল ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test